মিসাইল হানায় ওয়াশিংটনের সতর্কবাণী

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রায় দু মাস আগে জাপানের দিকে মিসাইল ছুড়েছিল উত্তর কোরিয়া। ৩ রা নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কিং জং উনের দেশ ব্যালিস্টিক মিসাইল ছুড়তে শুরু করেছে। এর প্রভাব কোথাও জাপানে আবার কোথাও দক্ষিণ কোরিয়ার জলভাগে পড়েছে। জানানো হয় ৩ রা নভেম্বর ভোর থেকে ২৩টি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান সরকার গৃহবন্দি থাকার নির্দেশ জানিয়েছেন মধ্য জাপান ও উত্তর জাপানের বাসিন্দাদের।
 বৃহস্পতিবার দুপুরে জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে টোকিও থেকে জানানো হয় ,উত্তর কোরিয়া জাপানের বাসিন্দাদের নিরাপত্তা নষ্ট করছে। এই ঘটনায় পিয়ংইয়ংকে তীব্র সতর্কবাণী দিয়েছেন ওয়াশিংটন। আমেরিকার সূত্রে জানানো হয়েছে, উত্তর কোরিয়া পুনরায় শান্তি ভঙ্গ করতে চাইছে। আমেরিকার তরফে আরো জানানো হয়, উত্তর কোরিয়া অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়ায় প্রতিবেশী দেশের শান্তি বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Tags: