#Pravati Sangbad Digital Desk:
শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ সিরিজের টি-২০ ম্যাচ, লোকেশ রাহুলের চোটের কারণে আচমকাই ঋষভ পন্থকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল জাতীয় দলের নির্বাচকরা। তবে গোটা সিরিজে ৫৮ রানের বেশি তুলতে পারেনি পন্থ। অন্যদিকে, দীনেশ কার্ত্তিক নিজের আন্তর্জাতিক টি-২০ জীবনের প্রথম অর্ধ শতরান করেছেন। নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমী দের। অনেকেই মনে করছেন পন্থের বদলে যদি কার্তিকের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো আরও ভালো ফল পাওয়া যাবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে ঋষভ পন্থের স্ট্রাইক রেট ছিল ১০৫ এবং গড় ছিল মাত্র ১৫। গোটা সিরিজেই খুব একটা ভালো পারফর্মেন্স দেখাতে পারেননি। পাঁচ সিরিজের ম্যাচে যথাক্রমে ২৯, ৫, ৬, ১৭ রান করেই ঘরে ফিরেছিলেন তিনি, তবে শেষ ম্যাচে ১ রান করে অপরাজিত থেকেছেন। দীনেশ কার্তিকের ভালো পারফর্মেন্সেরে কারণে অনেকেই আগামী টি-২০ বিশ্বকাপে কিপারের ভূমিকাই তাকেই দেখতে চাইছে ক্রিকেটপ্রেমীরা।
তবে এই ব্যাপারে মুখ খুলেছেন ভারতের হেডকোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়, তিনি জানিয়েছেন, “ আমাদের এখন এই সব ভাবার সময় নেই, সামনে অনেক বড় ম্যাচ, আমরা এখন তার প্রস্তুতি নিচ্ছি। তবে ঋষভ যদি একটু ভালো খেলত তাহলে ভালো লাগতো, কিন্তু তা বলে এই নয় তাকে বাদ দিতে হবে, তার মধ্যে এবিলিটি রয়েছে।“ তাছাড়া দ্রাবিড় আরও জানিয়েছেন, “ আন্তর্জাতিক ক্রিকেটে সবারই এক দুটো ম্যাচ এদিক ওদিক হতে পারে, তা বলে এই নয় যে তাকে বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া চলতি বছরের আইপিএল এ পান্থের পারফর্মেন্স যথেষ্ট ভালো”।