গ্রুপ কলিং-এ বন্ধ করতে পারবেন অন্যের মাইক্রোফোন, নতুন সংযোজন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

banner

#Pravati Sangbad Digital Desk:

 আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে হোয়াটসঅ্যাপ এমন একটি মাধ্যম যাতে খুব সহজেই  একে অপরের সাথে যোগাযোগ রাখা যায়। ভারতের মতো দেশে প্রতিদিন প্রতিনিয়ত প্রায় কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপের ওপর নির্ভর করে থাকে, যার সাহায্যে নিজেদের আত্মীয়দের সাথে যোগাযোগ,আপতকালীন বার্তাপ্রেরণ এবং অনেক সময় অফিসের কোন গুরুত্বপূর্ণ নথিও পাঠিয়ে দেওয়া যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তাও আবার সম্পূর্ণ সুরক্ষার সাথে।
 হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন নতুন ফিচার আপডেট করে থাকে,একটা সময় এমন ছিল যখন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ পাঠানো যেত, কিন্তু বর্তমানে ফটো থেকে শুরু করে দরকারি নথি, অডিও ক্লিপ, নিজের লোকেশন এমনকি নিজের মোবাইল থেকে যে কারোর নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওপর জনকে শেয়ার করা সম্ভব। সেই সাথে যুক্ত হয়েছে অডিও কলিং এবং ভিডিও কলিং এর মতো সুবিধাও। মেসেজে প্রতিক্রিয়াপ্রদান এবং মেসেজ ডিলিট অপশন গুলো হোয়াটসঅ্যাপে নবতম সংযোজন। যদিও আগে ম্যাসেজ ডিলিট এর অপশন দিত এই অ্যাপ, কিন্তু তাতে বোঝা যেত কোন মেসেজ ডিলিট করা হয়েছে। তবে এবার হোয়াটসঅ্যাপ আরও একটি চমকপ্রদ ফিচার নিয়ে আসতে চলেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে গ্রুপ কলিং-এ অন্যের মাইক্রোফোন বন্ধ করার সুবিধা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আগে যদিও গ্রুপ কলিং এর সাথে মেসেজ লেখার সুবিধাও ছিল, তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই ম্যাসেজ সবার চোখে পরে না, তাই অবাঞ্ছিত শব্দ বন্ধ করার জন্য হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার খুব তাড়াতাড়ি আনতে চলেছে বলে জানা গিয়েছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News