২৭ বছর পর বন্ধ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার

banner

#Pravati Sangbad Digital Desk:

গত দুই দশক আগেও ইন্টারনেট মানেই ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার। দীর্ঘ ২৭ বছর পর সেই ওয়েব ব্রাউজারটি ১৫ জুন থেকে সাধারণ ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফ্ট। ২০২১ সালের অগাস্ট থেকেই 'ইন্টারনেট এক্সপ্লোরার' বন্ধ করে দেওয়ার কথা চলছিল। দীর্ঘ ২৭ বছর ধরে পরিষেবা দেওয়ার পর ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
১৯৯৫ সালে প্রথমবারের জন্য প্রকাশ্যে আসে ইন্টারনেট এক্সপ্লোরার, তবে নেটনাগরিকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে ২০০৩ সাল থেকে। সেই সময় নেট ব্যবহারকারীর মধ্যে প্রায় ৯৫% মানুষ ব্যবহার করতেন ইন্টারনেট এক্সপ্লোরার। মূলত 'উইন্ডোজ ৯৫' অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ব্রাউজারটি ব্যবহার করতে পারতেন নেটিজেনরা। মূলত, মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো অন্যান্য ব্রাউজার তৈরি করায় 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর জনপ্রিয়তা কমতে শুরু করে। একটা সময় এমন অবস্থা হয় যে, অন্য ব্রাউজার (ক্রোম-ফায়ারফক্স-মজিলা) নামানো ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজ ছিল না। ২০১৬ সালে মাইক্রোসফট নতুন একটি ব্রাউজার নিয়ে হাজির হয়, যার নাম মাইক্রোসফট "এজ"। এমনিতেই অন্যান্য সংস্থার ব্রাউজারের কাছে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা ক্রমশই কমে আসছিল। "এজ" আসার পরে সেই প্রক্রিয়া আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরার-১১  শেষবারের মতো প্রকাশ পায় ২০১৩ সালে।
উল্লেখ্য,উইন্ডোজ 10 এবং এক্সবক্স ওয়ানের সঙ্গে 2015 সালে মাইক্রোসফট এজ বাজারে লঞ্চ হয়, তারপর 2017 সালে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন অ্যান্ড্রয়েড, আইওএসেও উপলব্ধ হয় মাইক্রোসফটের এই নতুন ব্রাউজার এবং ২০১৬র পর  ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোন আপডেটেড ভার্শন মাইক্রোসফটের তরফে সাইবার দুনিয়ায় প্রকাশিত হয়নি, যার ফলে ওদিকে ইন্টারনেট এক্সপ্লোরার তার কৌলীন্য হারায়। অন্যান্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার হল ফায়ারফক্স, ক্রোম, ইউ সি ব্রাউজার, অপেরা ইত্যাদি। এদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হল ক্রোম এবং মাইক্রোসফট এজ। একসময় যে ইন্টারনেট এক্সপ্লোরারকে বিশ্ব জুড়ে বহু মানুষ ব্যবহার করত সেটা বিভিন্ন কারণে জনপ্রিয়তা হারায় তার, যেমন স্পিড কমে যাওয়া, মাইক্রোসফটের অন্য নতুন উন্নত মানের ব্রাউজার বাজারে এসে যাওয়া, ইত্যাদি।এক্সপ্লোরারকে ২০২০ সালের নভেম্বরে সাপোর্ট দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয় মাইক্রোসফট। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News