Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

১০০ শতাংশ বাড়লো প্রাক্তন ক্রিকেটারদের পেনশন

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

প্রাক্তন ক্রিকেটারদের জন্য সুখবর। নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রাক্তন ক্রিকেটারদের জন্য পেনশনের পরিমাণ বাড়ানো হচ্ছে ১০০ শতাংশ, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের এই সন্মিলিত সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট মহলে যে খুশির আবহ তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। সদ্য আইপিএল শেষ হওয়ার পরই বোর্ডের লাভের অঙ্ক যে আকাশচুম্বী তা বোর্ড কর্তাদের কথাতেই ছিল স্পষ্ট। এছাড়া সোমবারই আসন্ন আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছে বিরাট অঙ্কের বিনিময়ে। ৪৪ হাজার ৭০ কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএলের মিডিয়া সত্ত্ব। সেই দিনই প্রাক্তন ক্রিকেটারদের জন্য সুখবর এল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। পুরুষ এবং মহিলা দুই ক্রিকেটারদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মাত্র প্রাক্তন ক্রিকেটারদের নয়, প্রাক্তন ম্যাচ অফিশিয়ালসদের জন্যও প্রতি মাসে পেনশনের টাকার অঙ্ক বর্ধিত করা হয়েছে। প্রায় ৯০০জন ব্যক্তি এই সুবিধা পাবেন। এছাড়া ৭৫ শতাংশের পেনশনের টাকার অঙ্ক প্রায় ১০০ শতাংশ বেড়েছে, এমনটাই টুইট করে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। বর্তমানে পাঁচটি স্লটে প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদের পেনশন দেওয়ার বন্দোবস্ত রয়েছে। সেই স্লট অনুযায়ী ১৫০০০, ২২৫০০, ৩০০০০, ৩৭৫০০ এবং ৫০০০০ টাকা পেনশন প্রাপকদের নতুন বেতন কাঠামো অনুযায়ী পেনশনের হার হবে যথাক্রমে ৩০০০০, ৪৫০০০, ৫২৫০০, ৬০০০০ এবং ৭০০০০ টাকা।

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক স্বাচ্ছল্যের কথা ভাবাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ক্রিকেটাররা সবসময়ই আমাদের জীবনী শক্তি। বোর্ড হিসাবে সেই সমস্ত প্রাক্তন ক্রিকেটারদের পাশে থাকাটা সবসময়ই আমাদের গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে তারা যখন অবসরপ্রাপ্ত হয়েছেন।  শুধু তাই নয় ,ম্যাচের আম্পায়ারদেরও অবদান অপরিসীম । বিসিসিআই সেদিকেও যথেষ্ট যত্নশীল"। অন্যদিকে, বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল বলেছেন, "আজ বিসিসিআই যে জায়গায় পৌঁছেছে তার ভিত্তি হিসাবে প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদের অবদান অনস্বীকার্য। আমরা আর অন্যের সাথে তাদের মাসিক পেনশন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করছি, যা তাদের ভালোর কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News