Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কাল থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, তার আগেই জাতীয় দলে রদবদল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আগামীকাল থেকেই শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, ৫ ম্যাচের এই সিরিজ হবে দেশের মাটিতেই, শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে প্রোটিয়াদের বীরুধে মাঠে নামতে দেখা যাবে না বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুম্রাদের মতো খেলোয়াড়দের, ঘটনা জানাজানি হতেই আলোড়ন পরে যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে, জানা গিয়েছে বোর্ডের তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কারণ হিসাবে বলা হয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুম্রার মতো প্লেয়াররা ক্রিকেটের তিন ফরম্যাটের জন্যই খেলেন, তাই স্বাভাবিক ভাবেই তাদের ওপর প্রেসার অন্যান্য ক্রিকেটারদের তুলনাই অনেকটাই বেশই থাকে, সেই কারনে মাঝে মধ্যে বিশ্রাম তাদের পারফর্মেন্সের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “ রোহিত শর্মারা ক্রিকেটের সব ফরম্যাটের প্লেয়ার, তাই তাদের বিশ্রাম অত্যন্ত দরকারি আর তারা যে সব সময় খেলবেন এমনটা নাও হতে পারে”।  কাল থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, বিরাট কোহলির পর রোহিত শর্মা ক্রিকেটের সব ফরম্যাটেই অধিনায়কত্ব করেন, কিন্তু এই ৫ ম্যাচে তার বদলে লকেশ রাহুলকে অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে, এবং ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ, তবে এই প্রথম নয় এর আগেও লকেশ রাহুল অধিনায়কত্ব সামলেছেন বেশ ভালোই, ফলে এই ৫ দিনের সিরিজে জাতীয় দলের নির্বাচকরা ভরসা রাখছেন লোকেশের ওপরেই। এদিন জাতীয় নির্বাচকরা টি-২০সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন, তার মধ্যে রয়েছে কেএল রাহুল, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কেয়াড়, দীনেশ কার্ত্তিক, ঋষভ পান্থ, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, উমরান মালিকে, ভুবনেশ্বর কুমারের মতো খেলোয়াড়রা। এদিন রাহুল দ্রাবিড় আরও বলেছেন, “ আমাদের সব সময় বড় প্লেয়ারদের ফিট রাখতে হয়, যাতে তারা যেকোনো মুহূর্তে ভালো পারফর্মেন্স দিতে পারে, তাই তাদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে রোহিত বিরাটদের মতো প্লেয়ারদের খেলান হবে”। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News