কোয়ান্টাম সিস্টেমসের তৈরি করা ড্রোন পুনরায় ব্যবহার করা হবে লাদাখে

banner

#Pravati Sangbad Digital Desk:

কোয়ান্টাম সিস্টেমস হলো একটি জার্মানি সংস্থা, যার তৈরি করা ড্রোন ভেক্টর- স্করপিয়ন প্রচুর সংখ্যায় ব্যবহার করা হয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময়। এই ড্রোনটি একটি টু-ইন-ওয়ান ড্রোন অর্থাৎ দু'রকম কাজ একটি ড্রোনের মাধ্যমে হয়ে থাকে। এই দুই ধরনের কাজগুলির মধ্যে একটি হলো একদিকে ভেক্টর ড্রোন যা উল্লম্বভাবে উঠতে পারে ১২০ মিনিট পর্যন্ত এবং এর সাথে সাথেই রেডিও যোগাযোগ রাখে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত। অপরদিকে স্করপিয়নও ১৫ কিলোমিটার পর্যন্ত রেডিও যোগাযোগ রাখতে পারে কিন্তু সর্বোচ্চ উঠতে পারে ৪৫ মিনিট পর্যন্ত। ভেক্টর-স্করপিয়ন ড্রোন টি ভূপৃষ্ঠ থেকে ৫০০০ মিটার উপর পর্যন্ত উঠতে পারে এবং একটি আইপি ৬৬ রেটেড,ফলে অধিক উচ্চতায় এটি যেকোন প্রতিকূলতা যেমন তুষারপাত হোক বা বৃষ্টি সবকিছু এড়িয়ে যেতে পারে। আগে মার্কিন মেরিন কপস, জার্মানির পুলিশসহ ফরাসি পুলিশ অনেকেই ইতিমধ্যে এটি ব্যবহার করেছে। এবার এই ড্রোন টির ব্যবহার হতে চলেছে ভারতীয় বাহিনীতে। জানা গেছে কোয়ান্টাম সিস্টেমসে 'রোটার প্রিসিশন ইন্সট্রুমেন্ট' প্রাইভেট লিমিটেড" নামক ভারতীয় অংশীদার বর্তমান এবং তারাই ভারতীয় সামরিক বাহিনীর জন্য তৈরি করছে ড্রোন। ভারতীয় বাহিনীতে এটি ব্যবহার করার আগে এই ড্রোনের সমস্ত কার্যকারিতা আগে পরীক্ষা করে নেওয়া হবে এবং সেটি করা হবে লাদাখ সীমান্তে। এই ড্রোনটি ভারতীয় বাহিনীতে ব্যবহার করা হবে এটিই হবে ভারতের দীর্ঘতম পাল্লার ড্রোন,৬৫ কিলোমিটার টেলিমেট্রিক রেঞ্জ সম্পন্ন। এটি সাধারণত কৃত্রিম  বুদ্ধিমত্তা পরিচালিত এরিয়াল সিস্টেম যা শত্রু নিধনে গোয়েন্দা বিভাগের অনেক কাজে লাগে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News