নতুন সদস্যের নাম রেশন কার্ডে যোগ করবেন উপায়!! জানুন পদ্ধতি

banner

#Pravati Sangbad Digital Desk :

রেশন কার্ডের মাধ্যমে সরকার রাজ্যের গরিব পরিবারদের রেশন দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক জায়গায় রেশন কার্ড আইডি প্রুফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ৷ এলপিজি কানেকশন, ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্যেও রেশন কার্ডের দরকার পড়ে ৷ ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷ পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন স্তরের রেশন কার্ড হয় ৷ এছাড়া রেশন কার্ডে নয়া সদস্যের নামও যুক্ত করা যেতে পারে৷ আপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা কারোর বিবাহ পরবর্তী সংযোজন হলে, তাদের নাম রেশন কার্ডে  যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ পদ্ধতি করতে হবে ৷ সেগুলি হলো- 
১.রেশন কার্ডে যদি কোনও শিশুর নাম যোগ করতে হয়, তবে পরিবারের প্রধান সদস্যের  রেশন কার্ড, নবজাতকের বার্থ সার্টিফিকেট ও বাবা-মায়ের আধার কার্ড প্রয়োজন এবং একই সঙ্গে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। একই ভাবে নববধূর ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর রেশন কার্ড ইত্যাদি কাগজপত্রের প্রয়োজন হবে।
২.অফলাইনে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করতে খাদ্য সরবরাহ দফতরের অফিসে গিয়ে একটি ফর্ম নিতে হবে। হরিয়ানা,পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ফর্মটি ডিপো হোল্ডারের কাছেও পাওয়া যায়। সঠিকভাবে নতুন নাম রেজিস্টার করার জন্য ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে। এটির রসিদ নিতে ভুলবেন না। আধিকারিকেরা নতুন ফর্ম পরীক্ষার পর নতুন আপডেট হওয়া রেশন কার্ড পাওয়া যাবে।
৩.অফলাইন রেশন কার্ডে নতুন সদস্যদের নাম যোগ করতে আপনাকে খাদ্য সরবরাহ বিভাগ থেকে আবেদনপত্র নিতে হবে। এর পরে আপনাকে এই আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে এবং আবেদনের ফি সহ জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পরে, আপনি একটি রসিদ পাবেন যার মাধ্যমে আপনি আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। নতুন সদস্যের নাম খাদ্য সরবরাহ দফতর দ্বারা যাচাইয়ের ২থেকে ৩ সপ্তাহ পরে রেশন কার্ডে যুক্ত করা হবে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News