কেকে'র আজ মুম্বইয়ে হবে শেষকৃত্য

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশ জুড়ে শোকের ছায়া। চব্বিশ ঘণ্টা পরেও মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি আর নেই। ভারতীয় সংগীত জগতে আরও একটি অভিশপ্ত দিন। বুধবার সন্ধ্যেয় কলকাতা থেকে মুম্বইয়ে পৌঁছে যায় কেকে-র নিথর দেহ। কলকাতা থেকে গান স্যালুটে বিদায় জানানো হয় প্রিয় এই শিল্পীকে। আজ মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই শ্মশানেই শেষকৃত্য হয়েছিল কেকে-র মায়ের। ভারসোভার পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন কেকে। সেখানেই আজ সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।তাঁর আগে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন হাজির হন গায়িকা অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, অভিজিত্‍, হরি হরণ, সেলিম মার্চেন্ট, উদিত নারায়ণ থেকে শুরু করে অনেকেই। নব্বইয়ের দশক থেকে একের পর এক জনপ্রিয় এবং লোকপ্রিয় গানে গলা দিয়েছেন যে গায়ক জীবনের শেষ লগ্নে এসেও তিনি যে মাইক হাতে এভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন তা কল্পনাই করতে পারছেন না কেউ। বুধবার সকালে কলকাতা থেকে কেকের মরদেহ মুম্বইয়ের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে কলকাতায় এসেছিলেন কেকের স্ত্রী এবং পুত্র। বুধবার দুপুরে কলকাতার রবীন্দ্রসদনে গান স্যালুটের মাধ্যমে গায়ককে শেষ শ্রদ্ধা জানিয়ে বিমানে করে মুম্বইয়ে কেকের দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 

অন্যদিকে তাঁর এমন আকস্মিক মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না বলিউডের অন্যান্য গায়ক, সুরকাররা। কেকের প্রয়াণের খবর শুনেই রীতিমতো বাকরুদ্ধ প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ। সোশ্যাল মিডিয়ায় ঊষা লেখেন, 'আমি কি বলব বুঝতে পারছি না, আমি বাকরুদ্ধ।' অন্যদিকে বলিউড ও দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় সুরকার তথা গায়ক এ আর রহমান বারবার প্রশ্ন করছেন কি এমন তাড়া ছিল? কেন এত তাড়াহুড়ো করে চলে যেতে হল। সোশ্যাল মিডিয়ার রহমান আরও লিখেছেন, 'তোমার মত গায়ক পাওয়া একটি পুরস্কার ছাড়া আর কিছুই নয়। তুমি বহু মানুষের জীবন আরও সহনীয় করে তুলেছ।'

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News