#Pravati Sangbad Digital Desk:
মানুষের বেঁচে থাকার মূল মন্ত্র হল কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন, সে আদিম মানবের মতো ইশারাতেই হোক কিংবা কথা বলে। প্রাচীন কালে ভিন্ন জায়গাই থাকা দুটি মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করত পায়রা, ধীরে ধীরে সমাজ উন্নত হতে শুরু করলে চালু হয় চিঠির আদান প্রদান। তারপর থেকে একের পর এক যোগাযোগ ব্যাবস্থা চালু হয়েছে, চালু হয়েছে ল্যান্ড লাইন ফোন, ফ্যাক্স, টেলিগ্রাফ প্রভৃতি ব্যাবস্থা। কিন্তু বর্তমানে সমাজ যত উন্নত হয়েছে ততই উন্নত হয়েছে মানুষের যোগাযোগ ব্যাবস্থা। পৃথিবীর ভিন্ন প্রান্তে যোগাযোগ স্থাপন হয়েছে আগের থেকে আরও সহজ। চিঠি, টেলিফোন থেকে বর্তমানে ম্যাসেজিং ব্যাবস্থা এসে ঠেকেছে অ্যাপে। ফেসবুক, টুইটার,হোয়াটস অ্যাপের মতো সংস্থা মানুষের যোগাযোগকে আরও সহজ করে তুলেছে। বর্তমানে বিশ্বের সাথে সাথে ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষের কয়েকশো কোটি বার্তা আদান প্রদানের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅ্যাপ প্রায় প্রতিদিনই নিজেদের অ্যাপে কিছু না কিছু পরিবর্তন এনে তা মানুষের কাছে আরও উন্নত করে তুলছে। 'মেটা' -র অধীনস্থ এই ম্যাসেজিং অ্যাপটি আরও একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। জানা গিয়েছে ওয়াটস অ্যাপের নতুন আপডেটেড ফিচারে থাকছে ডিজি লকারের মতো ব্যাবস্থা, যাতে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি থাকবে সযত্নে এবং সুরক্ষিত।
MyGov এর সাথে নতুন ভাবে নিজেদের আপডেট করতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার সাহায্যে ড্রাইভিং লাইসেন্স, জন্ম প্রমাণ পত্র, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট এমনকি আধার, ভোটার বা প্যান কার্ডের মতো জরুরি নথি থাকবে সুরক্ষিত, নিজেদের দরকারে হোয়াটস অ্যাপের মাধ্যমেই সেই গুলি দেখা যাবে, প্রয়োজনে শেয়ার করাও যাবে। ডিজি লকার আসলে ভারত সরকারের পরিবহণ মন্ত্রকের এক বিশেষ পরিষেবা, যার মাধ্যমে সমস্ত নথি স্ক্যান করে সুরক্ষিত রাখা যায়।