#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ দুই বছর পরে ক্রিকেটের নন্দন কানন অর্থাৎ ইডেনে আয়োজিত হওয়ার কথা আইপিএল এর প্লে অফ ম্যাচের, সেই সাথে অনুমতি মিলেছে ১০০ শতাংশ দর্শক আসন সম্পন্ন করার। কিন্তু ইতিমধ্যেই রাজ্যে প্রায় প্রতিদিন বিকেল বেলাতেই আছড়ে পড়ছে কালবৈশাখী ঝড়। গত শনিবার রীতিমতো আমফানের ভয়াবহতাকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে কাল বৈশাখী ঝড়, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় গোটা শহরকে লণ্ডভণ্ড করে দিয়েছে মুহূর্তের মধ্যে, সেই সাথে ক্ষতিগ্রস্থ হয়েছে ইডেন গার্ডেনসও। মাঠের ওপর থেকে ঝড়ের জন্য উড়ে গিয়েছে কভার, ভেঙ্গে গিয়েছে প্রেস বক্সের কাচ, সব মিলিয়ে বাংলার ক্রিকেট প্রশাসনিক মহলের মাথায় এখন চিন্তার ভাঁজ। এখন দেখে নেওয়ার বিষয় যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে ঠিক কি করণীয়।
আইপিএল এর নিয়ম অনুযায়ী যদি কোয়ালিফায়ার ম্যাচ দুটি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে তার জায়গাই খেলা হবে সুপার অভার এবং সুপার ওভার এর ফল থেকেই বিজয়ী দল বেঁছে নেওয়া হবে। যদি সুপার ওভারও না খেলা যায় তাহলে সেক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের তালিকা দেখেই বিজয়ী দল বেঁছে নেওয়া হবে। অন্যদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কোলকাতার প্লে অফ ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার ঠিক একই ভাবে যদি বৃষ্টির কারণে ফাইনালের ম্যাচ ভেস্তে যায় তাহলে সেক্ষেত্রে ৩০শে মে দিনটিকে রিসার্ভ হিসাবে ধরা হয়েছে। ফাইনালের দিনে যদি টসের পরে খেলা না হয় তাহলে সেক্ষেত্রেও রিসার্ভ দিনটি অর্থাৎ ৩০শে মে আবার নতুন করে টস হবে। আইপিএল কতৃপক্ষের মতে যদি সুপার ওভার হয় তাহলে তা ৩১শে মে রাত ১টা ২০ এর মধ্যে শুরু করতে হবে।