স্টেশনের নাম ভাড়া দিয়ে মুনাফা লাভের আশাই পূর্ব রেল

banner

#Pravati Sangbad Digital Desk:

ধীরে ধীরে গোটা দেশের রেল বেসরকারিকরণ হতে শুরু করেছে, তার মধ্যে অনেক স্টেশনও ইতিমধ্যেই বেসরকারি হাতে চলেও গিয়েছে, শুধু রেল নয় ভারতের অনেক সরকারি সংস্থাই বেসরকারি হাতে যেতে শুরু করেছে, সরকারের যুক্তি অবশ্য বেসরকারিকরণের ফলে আগের থেকে অনেক ভালো পরিষেবা পাবেন গ্রাহকরা। ইতি মধ্যেই আইআরসিটিসি  বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন দেশে বেসরকারি ট্রেন পরিষেবা চালু করেছে।
রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই দেশের একের পর এক সরকারি কোম্পানি বা সংস্থা বেসরকারি হাতে চলে যাচ্ছে, নাম বদলাতে শুরু করেছে বিভিন্ন ঐতিহাসিক স্থানের এমনকি রেল ষ্টেশনগুলিরও, আর এবার সেই পথেই হাঁটতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন, তবে তা পুরোপুরি ভাবে আর্থিক কারণে। রেলের ইঞ্জিনের গায়ে বা কামরার গায়ে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেওয়ার অনুমতি মিলেছিল বহুকাল আগেই, আর এবার আস্ত স্টেশনের নামই ভাড়া দিতে চাইছে পূর্ব রেল, যা ইতিমধ্যেই মেট্রো রেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, কোন পন্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা তার নাম বা লোগো নির্দিষ্ট স্টেশনের নামের আগে বা পরে লাগাতে পারবে চুক্তি বদ্ধ সময়ের জন্য সেই সাথে অনুমতি মিলবে সংস্থার লোগো লাগানর ক্ষেত্রেও। তবে যদি সংস্থার নাম দুটি শব্দের বেশি হয় সেই ক্ষেত্রেই মিলবে এই অনুমতি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে। তবে জানা গিয়েছে যেই সমস্ত ষ্টেশন বা ষ্টেশন ভবনের পেছনে কোন ঐতিহাসিক ব্যাক্তির সঙ্গে সম্পর্কিত শুধু মাত্র সেই সমস্ত স্টেশনগুলিকে এই তালিকা থেকে বাইরে রাখা হয়েছে। সেই সাথে আরও জানা গিয়েছে কোন নেশার সামগ্রী প্রস্তুত কারক সংস্থা স্টেশনের নাম ভাড়া নিতে পারবে না কোন ভাবেই। এই ব্যাবস্থার ফলে রেলের আর্থিক লাভ হবে, সেক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির বাজারে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হবে না, বরং তারা বর্তমান ভাড়াতেই আগের থেকে আরও ভালো সুযোগ সুবিধা পাবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News