Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বছর দুয়েক পর ইডেনে রো-হিটম্যানের তাণ্ডব

banner

journalist Name : Tamojoy Shrimany

#কলকাতা:

      বছর দুই পর ইডেন উদ্যানে ফিরল হাজার হাজার দর্শক। আজ থেকে দুবছর আগে এই মাঠে প্রথম গোলাপি বলের টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। তারপর কোভিডের কারণে বন্ধ হয়েছিল স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা। তাই কাল কোভিড বিধি মেনে, মাঠে হাজির হয়েছিল ৪০,০০০ এর ও বেশী ক্রিকেট প্রেমী, তাদের দেশের খেলা দেখতে।

       টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ভারতের কাছে পেটিএম টি-টোয়েন্টি সিরিজ ছিল সম্মানের লড়াই, সাথে ছিলেন ভারতীয় টিমের নতুন কোচ এবং ক্যাপ্টেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। এই সম্মানের লড়াইয়ে ভারতীয় দল সসম্মানে উত্তীর্ণ হয়েছে। তিন ম্যাচের সিরিজে ভারতীয় দল নিউজিল্যান্ড কে হোয়াইটওয়াশ করেছে। কালকের ম্যাচটি যেনো ইডেনের বর পুত্র ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মারই ছিল। সাথে সাথে ভারতীয় দল পেলো তাদের ভবিষ্যতের উজ্জ্বল তারকাদেরও।


        ইডেন গার্ডেন্স-এর মত মাঠে যেখানে শিশির আনাগোনার কারণে পরে বল করতে গেলে অন্য দল গুলি চিন্তায় পরে, সেখানে প্রথমে টসে জেতার পর রোহিত শর্মা সিদ্ধান্ত নিয়েছিলেন পরে বল করার। টসে জেতার পর রোহিত শর্মা সরাসরি বলে দিয়েছিলেন "কঠিন পরিস্থিতির মধ্যে টিম কিভাবে লড়াই করে দেখে নেয়ার জন্য এ সিদ্ধান্ত।''

         প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল করেছিল ১৮৪ রান, ওপেন করতে নেমে রোহিত শর্মা করেছিলেন ৩১ বলে ৫৬ রান। প্রথম প্রথম তার সঙ্গ দিচ্ছিলেন ঈশান কিশান(২৯), শ্রেয়াস আইয়ার (২৫), ভেঙ্কটেশ আইয়ার (২০)। কাল ব্যাট করতে নেমে সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছেন, ঋষভ পন্থ (৪) এবং সূর্য কুমার যাদব(০)। কালকের জয় ভারতীয় দলকে সম্মানের জায়গায় এনে দিলেও, ভারতীয় দলের মিডিল অর্ডার নিয়ে চিন্তার ভ্রুকুটি রয়েই গেল।


           ভারতীয় দলের মিডল অর্ডার ব্যর্থ হলেও টেল এন্ডারদের ব্যাটে শেষবেলায় ছিল অনেক বিনোদনী মশলা, ১১ বলে ১৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন হর্ষল প্যাটেল। তারপর নিউজিল্যান্ডের বোলারদেরকে শেষ দৃশ্যে চমকে দেয় দীপক চাহার এর ঝড়ো ব্যাটিং ৮ বলে ২১ রানের নট আউট এর একটি দুর্দান্ত ইনিংস।

       নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ভাল প্রদর্শন করেছেন মিচেল স্যান্টনার মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। আর একজনের কথা না বললেই নয় তিনি হলেন ইশ সোধি, তিনি রোহিত শর্মাকে একটু অসাধারন বলে কট অ্যান্ড বোল্ড করেন। তিনি রোহিত শর্মার ওই ক্যাচটি মিস করলে হয়তো ভারতীয় দলের স্কোর ২০০ এর ওপর চলে যেত।


         নিউজিল্যান্ড কে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিলো। নিউজিল্যান্ড দলের একমাত্র নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন মার্টিন গাপ্টিল (৫১) । তারপর নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভারতীয় দলের বোলিংয়ের সামনে সম্পূর্ণ রূপে বিধ্বস্ত হয়েছিল।

       অক্ষয় প্যাটেলের ঘূর্ণিতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছিল নিউজিল্যান্ড তিনি ৩ ওভার বল করে ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ভারতীয় দলের এক উজ্জ্বল নক্ষত্র ভেঙ্কটেশ আইয়ার কেও বল হাতে বেশ সপ্রতিভ দেখিয়েছে, তিনি ৩ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ফাস্ট বোলার দের মধ্যে নজর কেড়েছেন হর্শল প্যাটেল ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।


সব শেষে সেই শিশিরের আনাগোনাই হয়তো ভারতীয় দলকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে এগিয়ে দিয়েছিল। কাল ভারতীয় দলের ফিল্ডিং ও ছিল দুরন্ত।

কালকের পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমী এবং সমর্থকরা ২০২২ বিশ্বকাপের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে সেটাই স্বাভাবিক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News