Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ভারতে পদার্পণ পঞ্চম প্রজন্ম প্রযুক্তির,আই.আই.টি মাদ্রাসের সফল পরীক্ষণ

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

আত্মনির্ভরতা, প্রগতির পথে আরও এক ধাপ  এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির চেন্নাই শাখায়পরীক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হল। এই পরখক্রিয়ার পুরোধা ছিলেন ,কেন্দ্রীয় রেল ,তথ্যপ্রযুক্তি ও বিদ্যুৎমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণো। ঊল্লেখযোগ্য ভাবে এই প্রকল্পের নাম ‘আত্মনির্ভর 5G’। গঠনগত দিক থেকে সম্পূর্ণ ‘এণ্ড টু এণ্ড’ নেটওয়ার্ক ডিজাইন এর ভিত্তি,  যা রচিত হয়েছে ভারতেই অর্থাৎ বলা যেতে পারে আক্ষরিক অর্থেই ‘মেড ইন ইন্ডিয়া’। মন্ত্রীপ্রবর জানান, প্রধানত এর পশ্চাতে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ,যে দৃষ্টিকোণ অনুযায়ী খুব শীঘ্রই ভারতের নিজস্ব চতুর্থ ও পঞ্চম প্রজন্ম পরিষেবা  আনয়ন ও গঠন করা হবে। মন্ত্রী ভিডিও কলে জানান, যে সেদিন আর খুব দূরে নয় "ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে প্রযুক্তির ক্ষেত্রে।"
‘ট্রাই’ এর তরফ থেকে চেয়ারম্যান টি.ডি.বাঘেলা জানান, আগামী এক বছরের মধ্যে নতুন এক গুচ্ছ পরিষেবা নিয়ে আসছে এই পঞ্চম প্রজন্ম প্রযুক্তি।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক উন্মোচিত হয়েছে “৫ জি টেস্টবেড”। ২০০ কোটীর এই প্রজেক্ট এ সামিল আই.আই.টি চেন্নাই এর অধীনস্থ ৮ টি প্রতিষ্ঠান। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল, বৈদেশিক সুযোগ সুবিধার ওপর নির্ভরতা কমানো।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News