Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় কী তাহলে ফার্দিনান্দ মার্কোসের !!

banner

#Pravati Sangbad Digital Desk:

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে রয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের বেসরকারি ফলাফলে তিনি এগিয়ে রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,বেসরকারি হিসেব অনুযায়ী প্রতিদ্বন্দ্বী লেনি রবার্ডোর ৮৫ লাখ ভোটের বিপরীতে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রাপ্ত ভোটসংখ্যা ১ কোটি ৮০ লাখ ৩৬ বছর আগে পতন হওয়া মার্কোস পরিবারই ফের ফিলিপাইনের ক্ষমতায় আসার দৌঁড়ে এগিয়ে। ইতিহাস বলে,১৯৮৬ সালে ফিলিপাইনের জনগণের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মার্কোস পরিবার ক্ষমতাচ্যুত হয়। তারপর,তার পাঁচ বছর পরেই জুনিয়র মার্কোস ও তার মা ফিলিপাইনে ফিরে যান। জুনিয়র মার্কোস পরিবারের নাম পুনরোদ্ধারে সচেষ্ট হন এবং নিজে ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ত হতে শুরু করেন। ২০১০ সালেই রাজ্য পর্যায়ে সিনেটর হিসেবে নির্বাচিত হন মার্কোস।


সোমবার সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। এর আগেই প্রাথমিক জরিপ জেনে যায় সবাই। ভোট জরিপে দেখা যায়,মার্কোস জুনিয়র ধারাবাহিকভাবে তার চেয়ে ৩০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। বিবিসির সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ভোটের ৯০ শতাংশ গণনা শেষ হয়েছে তাতে মার্কোস ২ কোটি ৮৮ লাখ ভোট পেয়েছেন। যা তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেডোর চেয়ে দ্বিগুণের বেশি।উল্লেখ্য,২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লেনি রবার্ডোর কাছে হেরেছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে তাই মুখিয়ে আছেন তিনি। এখন একটাই প্রশ্ন মাত্র সাড়ে তিন দশক আগে যে পরিবারটি ফিলিপাইনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতি থেকে বিতাড়িত হয়েছিলো সেই পরিবারটিই আবার ফিরে আসছে রাষ্ট্রক্ষমতায়। আর তার মধ্যে দিয়ে গভীর এক প্রশ্ন সামনে এলো- এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক দেশটির ভবিষ্যত কী দাঁড়াবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News