Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নতুন চমক নিয়ে খুব শীঘ্র আসতে চলেছে হোয়াটস্যাপ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আধুনিক বিশ্বে সবথেকে বেশি ব্যাবহৃত মেসেজিং অ্যাপ হল, Whatsapp, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যা ব্যাবহার করে থাকে অত্যন্ত সুরক্ষার সাথে। অন্যান্য মেসেজিং অ্যাপগুলির থেকে এই অ্যাপ রয়েছে জনপ্রিয়তার শীর্ষে, যার প্রধান কারণ হিসাবে বলা যায় এন্ড টু এন্ড এনক্রিপশন। Whatsapp মাঝে মধ্যেই নিজের ফিচার এ বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে, যা অ্যাপ আপডেটের মাধ্যমে আমরা পায়, তবে এবার তারা যে আপডেট নিয়ে এসেছে তাতে Whatsapp জনপ্রিয়তার শীর্ষে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। বর্তমানে Whatsapp কিনে নিয়েছেন Facebook নির্মাতা মার্ক জুকেরবার্গ যা মেটা দ্বারা বর্তমানে পরিচালিত, মার্ক জুকেরবার্গ প্রথম তার Facebook প্রোফাইলে এই আপডেটের কথা জানান, যদিও গত বছর ডিসেম্বরে প্রথম এই আপডেটের কথা সামনে এসেছিল।

একনজরে দেখে নেওয়া যাক Whatsapp এর নতুন ফিচার, Whatsapp বিটা থেকে জানা গিয়েছে এই নতুন আপডেট এখনও পুরোপুরি তৈরি হয়নি, আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে। এই নতুন আপডেট এলেই Whatsapp গ্রুপের অ্যাডমিনেরা তাদের গ্রুপে যে কারোর মেসেজ ডিলিট করলেই, গ্রুপের বাকি সদস্যরা খুব সহজেই দেখতে পারবেন কে মেসেজটি ডিলিট করেছে। Whatsapp এর তরফ থেকে আরও জানা গিয়েছে মেসেজ ডিলিট করার জন্য থাকবে নির্দিষ্ট সময়। অ্যাপের নতুন আপডেট হলেই গ্রুপের অ্যাডমিনরা দুই ঘণ্টারও বেশি সময় পাবেন। এছাড়া আরও একটি চমক আনতে চলেছে Whatsapp, যা বর্তমান অনলাইন নির্ভর যুগে অত্যন্ত কাজের। এবার থেকে Whatsapp গ্রুপের অডিও কলে একসাথে ৩২ জন যুক্ত থাকতে পারবেন, এছাড়া স্ট্যাটাস দেখতে হলে আর যেতে হবে না চ্যাট বক্সের বাইরে, এবার থেকে Whatsapp ব্যাবহারকারিরা চ্যাট বক্সের ভেতরেই স্ট্যাটাস দেখতে পারবেন।

 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News