Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডিসনি+হটস্টার মোবাইলের ৩ মাসের সাবস্ক্রিপশন নিয়ে হাজির জিও, সাথে আরও নতুন ৪টি প্ল্যান

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বছরের শুরুতেই গ্রাহকদের পকেটে টান দিয়েছিলো বিভিন্ন টেলিকম সংস্থাগুলি, তার মধ্যে অন্যতম ছিল সবার পছন্দের টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও চালু হওয়ার প্রথম দিক থেকেই প্রচুর সংখ্যক গ্রাহক নিজের দিকে টেনে নিয়েছিল তার ফ্রি অফার দিয়ে, যার ফলে ধীরে ধীরে বাকি টেলিকম সংস্থাগুলি আর্থিক সঙ্কটের মধ্যে পরে, ফলে তাদেরও নানান রকম প্ল্যান বাজারে নামাতে হয়েছিল। তবে দিন বদলের সাথে সাথেই বেড়েছে রিচার্জ প্ল্যান, বাকি টেলিকম সংস্থা গুলির সাথে সাথে রিলায়েন্স জিও নিজের প্ল্যানের দাম বাড়িয়েছে, যার ফলে কিছুটা হলেও কমেছে গ্রাহক সংখ্যা। তাই আবার নতুন প্ল্যান নিয়ে হাজির রিলায়েন্স জিও। শুধু রিচার্জ প্ল্যানই নয়, সেই সাথে রয়েছে বিশেষ আকর্ষণীয় অফারও। 
নতুন প্রিপেইড প্ল্যানের মধ্যে রয়েছে ডিজনি + হটস্টার মোবাইলের তিন মাসের জন্য সাবস্ক্রিপশন। রিলায়েন্স জিও এর নতুন প্ল্যানগুলি হল ১৫১ টাকা, ৩৩৩ টাকা, ৫৮৩ টাকা, ৭৮৩ টাকা। 
এখন প্ল্যান গুলির সম্মন্ধে একটু বিস্তারিত দেখে নেওয়া যাক,
রিলায়েন্স জিও এর নতুন ১৫১ টাকার প্ল্যানের মধ্যে রয়েছে ৮ জিবি ডেটা, সাথে রয়েছে ডিজনি + হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন, তবে এই প্ল্যান চালু করার জন্য গ্রাহকদের একটি বেস প্ল্যান দরকার। তারপরেই রয়েছে ৩৩৩ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পাবে ২৮ দিনের প্রতিদিন ১.৫ জিবি ডেটা সঙ্গে ১০০ টি ফ্রি এসএমএস সাথে ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন তিন মাসের জন্য।

এরপর রয়েছে ৫৮৩ টাকার প্ল্যান, যার অস্তিত্ব থাকবে ৫৬ দিন। সাথে পাওয়া যাবে ১.৫ জিবি ডেটা প্রতিদিন সাথে ১০০টি এসএমএস এবং  ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, এবং শেষ প্ল্যানটি হল ৭৮৩ টাকার, যার ভ্যালিডিটি ৮৪ দিনের। ঠিক আগের প্ল্যানের মতোই ১.৫ জিবি ডেটা প্রতিদিন সাথে ১০০ এসএমএস এবং  ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। সব মিলিয়ে গ্রীষ্মের মরশুমে গ্রাহকদের পকেট ঠাণ্ডা রাখতে উদ্যোগী রিলায়েন্স জিও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News