৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনলেন এলন মাস্ক

banner

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে জল্পনার অবসান। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মার্কিন ধনকুবের এলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। যা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকার বেশি। বেশ কিছুদিন ধরে নানা আলোচনার পর সোমবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা এবং কনটেন্ট-এর উপর বিধিনিষেধ শিথিল করাসহ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন তিনি।
সূত্রের খবর, একাধিক শেয়ার মালিককে লোভ দেখিয়ে দল ভারী করার চেষ্টার পরই রবিবার এলন মাস্কের সঙ্গে বৈঠক শুরু করেছে টুইটার। এলন মাস্ক যদি সংস্থা কেনার পরিকল্পনা বাতিল করেন, তবে বিকল্প হিসাবে অন্য কোনও প্রস্তাব দিতে পারে টুইটার। সম্প্রতিই এলন মাস্ক বিপুল অর্থের বিনিময়ে টুইটারের ৯ শতাংশ শেয়ার কিনে নেন। টুইটার সংস্থার মধ্যে তাঁর কাছেই সবথেকে বেশি শেয়ার রয়েছে। শেয়ারের মালিক হওয়ার পরই টুইটারের নাম পরিবর্তনের প্রস্তাব দেন মাস্ক। সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

টেসলা কর্তাকে বোর্ড অব ডিরেক্টরের অংশ হতে বললেও, তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন। কারণ বোর্ডের সদস্য হলে শেয়ার কেনার অধিকার ছাড়তে হবে তাঁকে, সংস্থার মালিক হওয়াও সম্ভব হবে না। শেষ অবধি এলন মাস্ক যে বিপুল অর্থের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণ করতে অনেক শেয়ারগ্রহীতাই আগ্রহী বলে জানা গিয়েছে।
ইলেকট্রিক গাড়ি জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী মাস্ক তার বিডের জন্য সমর্থন চাইতে গত কয়েকদিন ধরে ট্যুইটার শেয়ারহোল্ডারদের সাথে বৈঠক করছেন। তিনি বলেছেন যে, ট্যুইটারকে বিকশিত হতে এবং অভিব্যক্তির স্বতন্ত্রতার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে নেওয়া দরকার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News