Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দেশের সর্ববৃহৎ ফুলফিলমেন্ট সেন্টার হরিণঘাটায় তৈরী করলো ফ্লিপকার্ট

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ব বাংলা সম্মেলনে হরিণঘাটায় ফ্লিপকার্টের সর্ববৃহৎ ফুলফিলমেন্ট সেন্টার  উদ্ভোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধন করে মমতা বলেন, ''পশ্চিমবঙ্গের কাছে গর্বের বিষয় যে, ফ্লিপকার্ট ভারতের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করল এখানেই।'' তিনি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ''শিল্পের পরিবেশের জন্য উদ্যোগপতিদের কাছে বাংলা এখন সেরা জায়গা।" 

ফ্লিপকার্ট সংস্থা জানায়,বাংলায় এই সেন্টারের মাধ্যমে ১১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলা এবং উত্তর-পূর্ব ভারতের ২০ হাজার বিক্রেতাকে ব্যবসায় পরোক্ষভাবে সহায়তা প্রদান করবে। কলকাতা থেকে ৫০ কিমি দূরে ১০০ একর জমিতে তৈরি হয়েছে ফ্লিপকার্টের এই ফুলফিলমেন্ট সেন্টার। ২০১৯ সালে এই ওয়্যার হাউস এর কাজ শুরু করে ফ্লিপকার্ট। ২০২১ এর অক্টোবর নাগাদই শেষ হয়ে গিয়েছিল নির্মাণের কাজ। ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, 'প্রত্যেক ভারতীয়কে সংযুক্ত করার ক্ষমতা রয়েছে ই-কমার্স সংস্থার। ক্রেতা-বিক্রেতা, শিল্পী থেক কৃষক সম্প্রদায়, সবাইকে একত্রিত করার ক্ষমতা ধরে ই-কমার্স সংস্থা।' এর আগেই অবশ্য হাওড়ার আমতায় তাদের মুদিখানা পণ্যের একটি ফুলফিলমেন্ট সেন্টার চালু করেছে সংস্থা। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি রাজ্য অর্থনীতি
Related News