৬৪MP ক্যামেরার OnePlus Nord সিরিজের দুর্দান্ত ফোন বাজারে আসতে চলেছে

banner

#Pravati Sangbad Digital Desk:

বাজারে আসতে চলেছে OnePlus Nord সিরিজের নতুন স্মার্ট ফোন। কোম্পানির এই নতুন মডেলটির নাম One Plus Nord CE 2 lite। সম্প্রতি এই মডেলটি দেখা যায় BIS এবং TDRA প্ল্যাটফর্মে। আর সেখানে এই লিস্টিং প্রকাশের পরেই বোঝা গেছে যে অতি শ্রীঘই বাজারে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এই সুখবরটির তথ্য টিপস্টার অভিষেক যাদবের ট্যুইট মারফত পাওয়া গেছে। TDRA লিস্টিং এর সূত্রে বোঝা যাচ্ছে, এটি বাজারে প্রচারিত হতে চলেছে One Plus Nord CE 2 lite নামে আর মডেল নম্বর হল CPH2409। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর তরফ থেকে এই ফোনটিকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে এটি One Plus Nord CE 2 এর একটি টোন্ড-ডাউন ভার্সন।
 
ফোনটির ডিসপ্লে হাই-রিফ্রেশ রেট সহ ৬.৫৯ইঞ্চি। স্পেশালিটি হিসেবে এই ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি লাইট (LED) সহ থাকবেআরো এক্সট্রা তিনটে ক্যামেরা। একটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে আরও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেলফির জন্য। RAM থাকছে ৮GB পর্যন্ত আর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে ২৫৬GB। কোম্পানি ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সহ ব্যাটারি দিতে চলেছে  ৫০০০mAh। এই ফোনে কোম্পানি প্রসেসর হিসাবে ৬৯৫ স্নাপড্রাগণ অফার করতে চলেছে। প্রকৃত অর্থে এই মডেলটি অক্সিজেন ও-এস সহ Android 11এর উপর নির্ভর করেই বাজারে আসছে। ফোনের দাম ২০,০০০ টাকা। ফোনে সাইড-ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar