Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

লীগের প্রথম জয়ের মুখ দেখলো আরসিবি

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

চেন্নাই কে হারিয়ে শুরুটা ভালো করলেও , আরসিবির বিরুদ্ধে জয় এল না কলকাতার , আর অন্যদিকে বিরাট রানের পাহাড়ে পরাস্ত হয়েও এবার জয়ের মুখ দেখল দু প্লেসিসের আরসিবি। তবে এখানে কাজ করলো এক লঙ্কান ম্যাজিক। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চার উইকেট। কেকেআর-এর ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। ১০.৭৫কোটি টাকায় বিক্রি হওয়া এই শ্রীলঙ্কান কলকাতাকে ক্রমাগত ধাক্কা দেন এবং ব্যাটিং ইউনিটের পিঠ ভেঙে দেন। কলকাতার ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট তুলে নেন তিনি , আর এর সাথে সাথেই যেন কলকাতার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং  আস্তে আস্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
প্রথম ম্যাচের মতো এ দিনও ব্যাট হাতে ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার (১০)। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে নাইটদের আর এক ওপেনার অজিঙ্ক রাহানে ভরসা দিয়েছিলেন, আজ তাঁর ব্যাটও জ্বলে ওঠেনি। হাসারঙ্গা-সিরাজ-আকাশদীপদের দাপটে তাসের ঘরের মতো ধ্বসে পড়ে নাইটদের ব্যাটিং। কোনও ক্রিকেটার ব্যাক্তিগত ৩০ রানও করতে পারেননি। ক্যাপ্টেন আইয়ারের ব্যাটও আজ নিষ্প্রভ। মাত্র ১৩ রান করে ভানিন্দু হাসারঙ্গার শিকার হন শ্রেয়স। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে নাইটরা। ১০ রান করে আকাশদীপকে উইকেট দেন নীতিশ রানা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে কেকেআর। এরপর নাইটদের ওপর ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন হাসারঙ্গা-হর্ষলরা। নারিন-রাসেলকে বিদ্ধংসী হয়ে ওঠার আগেই ফেরত পাঠান হাসারঙ্গা-হর্ষলরা। ১২ রান করেন নারিন, ১৪ রান এসেছে স্যাম বিলিংসের ব্যাট থেকে। আর নাইটদের হয়ে সর্বোচ্চ রান করেছেন রাসেল (২৮)। তবে এত কম রানের পুঁজি নিয়েও জেতা খুব একটা সহজ হয়নি আরসিবির জন্য।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবিও। অধিনায়ক ডু প্লেসিস ৫, অনুজ রাওয়াত ০ এবং কোহলি ১২রান করে আউট হয়ে যান মাত্র তিন ওভারের মধ্যেই। বিরাট এবং অনুজকে আউট করেন উমেশ। সাউদি ফেরান করেন ফাফকে। ফলে প্রবল চাপে পড়ে যায় আরসিবি। সেখান থেকে প্রতিরোধ শুরু করেন রাদারফোর্ড এবং ডেভিড উইলি। এই জুটি ভেঙে যায় ৬২ রানে। সেই সময় মনে হচ্ছিল, ফের চাপে পড়ে যাবে আরসিবি। কিন্তু তারপর ব্যাট করতে নেমে খেলা পুরোপুরি ঘুরিয়ে দেন বাংলার অলরাউন্ডার শাহবাজ। মাত্র ২০ বলে ২৭ রান করেন তিনি। রাদারফোর্ড করেন ২৮ রান। শেষ দিকে আবার প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক আরসিবিকে ম্যাচ জিতিয়ে দেন। ফলে প্রথম ম্যাচ হারলেও এ বার রুদ্ধশ্বাস লড়াই জিতে নেয় আরসিবি। 
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা ১২৮ (আন্দ্রে রাসেল ২৫, উমেশ যাদব ১৮, হাসারঙ্গা ৪-২০, আকাশদীপ ৩-৪৫)। ব্যাঙ্গালোর ১৩২-৭ (শেরফান রাদারফোর্ড ২৮, শাহবাজ আহমেদ ২৭, উমেশ ২-১৬, সাউদি ৩-২০)।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News