মা বাবার অবর্তমানেই একমাত্র সম্পত্তির ভাগ পাবে সন্তান

banner

#Pravati Sangbad Digital Desk:

"সম্পত্তি" বিষয়টা এখন ট্রেন্ডে। নানা মতবিরোধ, ঝগড়া, ঝামেলা সমস্ত কিছুর উৎপত্তি স্থলই হল এই সম্পত্তি। একটু ভালো করে দৈনিক খবরের কাগজ মন দিয়ে পড়লেই দেখতে পাওয়া যায়, প্রতিদিন এই বিষয় নিয়ে একটা হলেও খবর আছে। কখনো স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কখনো মা-ছেলে আবার কখনো বা ভাই-বোন, কখনো সম্পত্তির জন্য খুন-খারাবি এই সব চলতেই থাকে। আর তাই এই সবকিছু থেকে নিষ্পত্তি পেতে বোম্বে হাইকোর্ট জানিয়ে দেয় মা-বাবা বর্তমান থাকাকালীন সন্তানের কোনো অধিকার নেই তাদের সম্পত্তিতে। যদিও এতেই সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে তা বলা চলে না। 
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটতে দেখা যায়। নিজের স্বামীর সম্পত্তি বেচতে চাইছিলেন এক মহিলা। অথচ সন্তান বাধা দেন। ওই মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল, শুধুমাত্র মা-বাবার অবর্তমানে তাঁদের সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে, তার আগে নয়। সোনিয়া খান, যার বিরুদ্ধে মামলা করেন তার ছেলে আসিফ খান। সোনিয়া খান যার স্বামী দীর্ঘদিন ধরে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। আর তাই কিছু টাকার প্রয়োজনীয়তার জন্য বিক্রি করতে চান তাদের একটি ফ্ল্যাট। কিন্তু ছেলে আসিফ জানায়, ফ্ল্যাটটা তার বাবার নামে। আর মা তার মতের বিরুদ্ধে গিয়ে সেই ফ্ল্যাট বিক্রি করতে চাইছে। সে জানায়, বাবা এবং মা দুজনের নামে দুটো ফ্ল্যাট আছে এবং দুটোই বসত বাড়ি। জোড়া ফ্ল্যাটে তার বেশি অধিকার। আর বাবার ফ্ল্যাটে অর্থাৎ, বাবার সম্পত্তিতে তার সম্পূর্ণ অধিকার আছে। তাই সে চায় না সেই ফ্ল্যাট বিক্রি হোক। এই কারণ বসতই সে আদালতের দ্বারস্ত হয়। আসিফের তরফে তার আইনজীবী সওয়াল করেন, সোনিয়া খানের কাছে বিকল্প রয়েছে। অর্থের জন্য ফ্ল্যাট বিক্রির দরকার নেই। কিন্তু আদালত সোনিয়ার পাশে দাঁড়ায়।

বিচারপতি গৌতম পটেল ও বিচারপতি মাধব জামদার খড়পীঠ জানান, আসিফের আবেদন অযৌক্তিক এবং ভিত্তিহীন। আসিফ একটাও প্রমাণ দেখাতে পারেননি, যাতে এটা বোঝা যায় যে উনি নিজের বাবার দেখাশোনা করেছেন। তাই কোনো ভিত্তিতে তার কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সাথে সাথে বিচারকরা এও বলেন, উত্তরাধিকার আইনে মা-বাবার বর্তমানে সম্পত্তির উপরে ছেলেমেয়ের অধিকার রয়েছে এমনটাও নয়। স্ত্রীর অধিকার সবার আগে। এছাড়া আসিফের বাবার অবিভাবক আসিফ নয়, কারণ সে যেভাবে তার মায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সেটা ভিত্তিহীন। বরং এই সময়ে তার উচিৎ ছিল বাবা মায়ের পাশে দাঁড়ানো। তাই তার কথা মেনে কোনো রায় দেবে না আদালত। সাথে সাথে বিচারপতিরা সোনিয়াকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাবহারের অনুমতি দেয় যেটা তার আর তার স্বামীর নামে। সোনিয়া জানায়, সে তাদের সম্পত্তির একাংশ বিক্রি করতে চায়, যা দিয়ে তার স্বামীর চিকিৎসা করাবে সে। আদালত তার সিদ্ধান্তের সুবিচার করেন।
একজন উত্তরাধিকারী হল এমন ব্যক্তি যিনি নিজের পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকারী হলেন যিনি উইল ছাড়াই মারা গেছেন। একজন উত্তরাধিকারী পুরুষ বা মহিলা হতে পারে। উত্তরাধিকারী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ কোনও ব্যক্তির মৃত্যুর পরে সম্পত্তির উত্তরাধিকার এবং অন্যান্য দাবী সম্পর্কিত বিষয়গুলি উত্তরাধিকারী দ্বারা গ্রহণ করা প্রয়োজন হবে। উত্তরাধিকারীর ধারণা সমাজ থেকে সমাজ এবং তারা যে ধর্মীয় বিশ্বাস অনুসরণ করে তার চেয়ে আলাদা হতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aankhi Banerjee

Tags:

Related News