Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

আপনার প্যান কার্ডের অপব্যবহার করা হচ্ছে না তো !জেনে নিন প্যান কার্ড কেলেঙ্কারি থেকে কীভাবে নিরাপদ থাকবেন

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

আধারের পাশাপাশি  প্যান কার্ডও এখন সমান গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে, ভারতে প্যান  ও আধার কার্ডের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। বড় কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল  প্যান কার্ড।  ১০ সংখ্যার ওই  প্যান কার্ড  নম্বরের মধ্যেই যাবতীয় তথ্য নথিভুক্ত থাকে। প্রতিটি প্যান নম্বর আসলে সংখ্যা ও অক্ষর মিলিয়ে এমনভাবে তৈরি করা হয়, যাতে এক প্যান কার্ডের সঙ্গে অন্য কোনও প্যান কার্ডের নম্বর মিলে না যায়। প্রতিটি প্যান কার্ডের প্রথম অংশটি পাঁচটি অক্ষর হয়, এরপরে চারটি সংখ্যা ও ফের একটি অক্ষর থাকে। প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু বিগত কয়েক বছর ধরেই প্যান কার্ড ব্যবহার করে জালিয়াতির সংখ্যা হু হু করে বাড়ছে।অনেক সময় মানুষ সঠিকভাবে প্যান কার্ডের যত্ন নেয় না, পরবর্তীকালে যার ফল ভুগতে হয় তাঁদের। 

এক্ষেত্রে যদি আপনারও মনে হয় যে প্যান কার্ড ব্যবহার করে জালিয়াতি হচ্ছে, তবে এই বিষয়ে সতর্ক হন এখনই। একইসঙ্গে কীভাবে নিজের প্যান কার্ডকে সুরক্ষিত রাখবেন, সেই পদ্ধতিও জেনে নিন-

কীভাবে প্যান কার্ড জালিয়াতি এড়াবেন?

•যেখানে বাধ্যতামূলক সেখানেই আপনার প্যান কার্ড ব্যবহার করুন৷ সর্বজনীনভাবে বা অনিরাপদ অনলাইন পোর্টালে জন্মতারিখ বা পুরো নামের বিবরণ পূরণ করবেন না।

•আপনার প্যান কার্ডের আসল এবং ফটোকপি সুরক্ষিত করুন। নথি জমা দেওয়ার সময় আপনার স্বাক্ষর সহ তারিখ রাখুন।যে জায়গাগুলিতে আপনি আপনার প্যান কার্ডের ফিজিক্যাল ফটোকপি জমা দিয়েছেন সেগুলির ট্র্যাক রাখুন৷

 •নিয়মিত ক্রেডিট স্কোর চেক করুন।

•মাঝেমধ্যেই আইআরএসের ওয়েবসাইট খুলে নিজের প্যানকার্ডের তথ্য পরিবর্তন হয়ে গিয়েছে কিনা, তা যাচাই করে দেখুন।

•ফোনে কখনওই প্যান কার্ডের নম্বর সেভ করে রাখবেন না। যদি তা করে রাখেন, তবে এখনই ডিলিট করে দিন।

আপনার প্যান কার্ড অপব্যবহার করা হয়েছে কিনা তা কীভাবে বুঝবেন?

•প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল আপনার CIBIL স্কোর চেক করা। আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম CIBIL, Equifax, Experian বা CRIF High Mark-এর মাধ্যমে এটি পরীক্ষা করতে পারেন। CIBIL স্কোর চেক করে আপনি জানতে পারবেন আপনার নামে কোনো ঋণ আছে কি না।

•আরও একটি উপায় হল একটি ফিনটেক প্ল্যাটফর্মের সাহায্য নেওয়া। অর্থাৎ, আপনি Paytm বা পলিসি বাজারের মতো যে কোনও প্ল্যাটফর্ম থেকে জানতে পারবেন আপনার প্যান কার্ডে কোনও লোন আছে কিনা। এই প্ল্যাটফর্মগুলিতে আপনি আর্থিক প্রতিবেদনগুলি পরীক্ষা করার বিকল্প পাবেন। এখান থেকে আপনি সহজেই আপনার CIBIL স্কোর এবং ঋণের বিবরণ খুঁজে পেতে পারেন।

•তৃতীয় উপায় হল ফর্ম 26A চেক করা। অর্থাৎ আপনার প্যান কার্ডে অন্য কেউ ঋণ নিয়েছে কি না, আপনি ফর্ম 26A-এর মাধ্যমে চেক করতে পারেন। এটি আয়কর বিভাগ থেকে জারি করা একটি বার্ষিক ট্যাক্স বিবৃতি। 

এতে আপনার আয়কর রিটার্ন রেকর্ড এবং আপনার প্যান কার্ডের মাধ্যমে করা অন্যান্য আর্থিক লেনদেনের বিবরণ রয়েছে। এইভাবে আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ডের বিপরীতে অন্য কেউ লোন নিয়েছে কিনা। কাজেই সময় নষ্ট না করে একবার দেখে নিন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News