খোরপোষ মামলায় নজিরবিহীন রায়। হিন্দু বিবাহ আইনে স্ত্রীকে ১০হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ বহাল রেখেছে বোম্বে হাইকোর্ট

banner

#Pravati Sangbad Digital Desk:

খোরপোষ মামলায় নজিরবিহীন রায়। হিন্দু বিবাহ আইনে স্ত্রীকে ১০হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ বহাল রেখেছে বোম্বে হাইকোর্ট ।

নজিরবিহীন রায় দিল বম্বের হাইকোর্ট। সাধারণ আদালত স্বামীকেই তাঁর স্ত্রীর ভরণপোষণের নির্দেশ দিয়ে থাকে। তবে এক মামলায় স্ত্রীকে দেওয়া নিম্ন আদালতের রায় বহাল রাখল বম্বে হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ প্রতি মাসে স্বামীকে ১০ হাজার টাকা ভরণপোষণ দিতে হবে স্ত্রীকে।

প্রাক্তন স্বামী অসুস্থ হলে তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে হবে উপার্জনকারী স্ত্রীকে, সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, প্রাক্তন স্বামী অসুস্থতার কারণে উপার্জন করতে না পারলে তাঁর ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর। প্রতি মাসে স্ত্রীকে ১০ হাজার টাকা করে স্বামীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ২ এপ্রিল এমন নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ।

২০২০ সালের মার্চ মাসে নিম্ন আদালত মহিলাকে প্রত্যেক মাসে তাঁর স্বামীকে ১০ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। তবে সেখানেই তাঁর বিপক্ষে রায় দেয় আদালত।

মহিলা আদালতে জানান, তাঁর অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো নয় যে প্রতি মাসে স্বামীকে ১০ হাজার টাকা করে ভরণপোষণ দিতে পারেন। তাঁকে বাড়ির জন্য ঋণ পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কী ভাবে তিনি স্বামীকে ১০ হাজার টাকা দেবেন? পাশাপাশি মহিলার আরও দাবি ছিল, ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। সেই সময় নিম্ন আদালত তাঁকে নির্দেশ দিয়েছিল প্রতি মাসে স্বামীকে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার। পালটা আদালত তাঁকে বলে মহিলার কোনও রোজগার না থাকলে কী ভাবে তিনি নিজের ও শিশুর খরচ চালাচ্ছেন? বিচারপতি উল্লেখ করেছেন, ওই মহিলা একবারও অস্বীকার করেননি তিনি রোজগার করছেন না। সন্তানের দেখাশোনা ও গৃহঋণ কী ভাবে পরিশোধ করছেন সেই ব্যয়ের টাকাও কোথা থেকে আসছে সেই সম্বন্ধে সদুত্তর দিতে পারেননি তিনি।

বিবাহ বিচ্ছেদের পর খোরপোষের টাকা পাওয়ার অধিকার রয়েছে স্বামীরও। সম্প্রতি একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই যুগান্তকারী রায় দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। এক মহিলা শিক্ষককে তাঁর অসহায় প্রাক্তন স্বামীকে খোরপোষের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিবাহ-বিচ্ছেদে স্বামীকে স্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা অবশ্য অবাক করার কোনও বিষয় নয়। হিন্দু আইনেই এই নিয়ম রয়েছে। বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যে কোনও দম্পতির জন্য শুধুমাত্র সামাজিক ও মানসিকভাবে হয়রানি নয়, এটি তাদের আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে। তাই হিন্দু বিবাহ আইনেই বিবাহ-বিচ্ছেদের পর স্বামীকে স্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

বিবাহ-বিচ্ছেদে স্বামীকে স্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা অবশ্য অবাক করার কোনও বিষয় নয়। হিন্দু আইনেই এই নিয়ম রয়েছে। বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যে কোনও দম্পতির জন্য শুধুমাত্র সামাজিক ও মানসিকভাবে হয়রানি নয়, এটি তাদের আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে। তাই হিন্দু বিবাহ আইনেই বিবাহ-বিচ্ছেদের পর স্বামীকে স্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

কখন স্ত্রীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়?

বিবাহ-বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষরাও তাদের স্ত্রীর কাছ থেকে খোরপোষ দাবি করতে পারে। সম্পর্কের অবসানের পর যদি স্বামীর উপার্জনের কোনও উৎস না থাকে এবং স্ত্রীর উপার্জন থাকে, তখনই স্বামী স্ত্রীর কাছে ভরণপোষণ চাইতে পারে। আবার স্ত্রীর আয়ের চেয়ে স্বামীর আয় কম হলেও স্বামী তার স্ত্রীর কাছে ভরণপোষণ দাবি করতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News