#Pravati Sangbad Digital Desk:
একদা এই রাজ্য থেকেই উঠে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ ক্যাপ্টেন। হ্যাঁ আমরা মহেন্দ্র সিং ধোনির কথাই বলছি। আর সেই ধোনির রাজ্য রঞ্জিতে নাগাল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল।
যদিও কোয়ার্টার ফাইনালে পৌঁছানোটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সৌরভ তিওয়ারির নেতৃত্বে ঝাড়খণ্ড দল প্রায় রানের পাহাড় বানিয়ে দেয় প্রতিপক্ষের সামনে। প্রথম ইনিংসে ৮৮০ রান স্কোরবোর্ডে তুলে ফেলার পর সকলেরই চোখ ছিল কিভাবে নাগাল্যান্ড এই রানের পর্বতসম ঢেউ এর প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ইনিংসের জবাবে একেবারেই বিধ্বস্ত হয়ে যায় নাগাল্যান্ড দল; ২৮৯ রানে তাদের ধ্বংস করে দেয় ঝাড়খন্ড বোলিং ব্রিগেড। তবে এক্ষেত্রে ফলো অন ব্যবহার করেনি ঝাড়খন্ড। যার ফলে দুই ইনিংস মিলিয়ে প্রায় হাজারেরও বেশি লিড নিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির রাজ্য। তাদের লিড হয়েছিল মোট ১০০৮ রান।
যদিও ম্যাচের পর ঝাড়খন্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি জানান যে, তারা চেয়েছিলেন দলের তরুণ ব্যাটসম্যানদের ম্যাচে আরো বেশি প্র্যাকটিসের সুযোগ করে দিতে এবং টিমের ব্যাটিং শক্তি আরো একবার পরীক্ষা করে নিতে।
আটটি গ্রুপ দলগুলির মধ্যে কোয়ার্টার ফাইনালে অষ্টম স্থানে শেষ করেছে তিওয়ারিব্রিগেড। তবে ঝাড়খন্ড ছাড়াও কোয়ার্টার ফাইনাল খেলবে মুম্বাই,বাংলা,পঞ্জাব,মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ,উত্তরাখন্ড।