#Pravati Sangbad Digital Desk:
এশিয়ার ক্রিকেট সভাপতি পদে জয় শাহর মেয়াদ বাড়লেও প্রস্তাবমত এবারের এশিয়া কাপ যে শ্রীলঙ্কার হাতেই যাচ্ছে তাতে আর কোনো দ্বিমত রইলো না। আয়োজক দেশ হিসাবে প্রথমবার টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল দারুচিনি দ্বীপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এদিন জয় শাহ সহ সমস্ত মেম্বারদের মেয়াদ বাড়ানো হয়। ফলত আরো ১ বছর কাউন্সিলের সভাপতি হিসেবে বহাল থাকলেন জয় শাহ। আর এদিনই দ্বীপরাষ্ট্র তে কাপ আয়োজনের জল্পনায় সিলমোহর পড়ে। তবে এদিন ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপের সূচি নির্ধারণ করা হয়েছে। আগের বছর এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে দেওয়া হয়। তবে এই নিয়ে মোট চারবার আয়োজক দেশ হিসেবে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল শ্রীলঙ্কা। চারবারের মধ্যে তিনবার জিতলেও ২০১০সালে ভারত তদের হারিয়ে কাপ নিয়ে আসে দিল্লিতে। তবে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, যা চলবে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত। তবে এখনো ক্রীড়াসূচি প্রকাশ করেনি কাউন্সিল। ফলে টি ২০ বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে হবে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্রিকেট-ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য যে এশিয়া কাপে ভারত সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার রানার-আপ। তাই এবারেও যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই নামবে রোহিত শর্মা এন্ড কোং তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এর আগে ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের আগে রোটেশন পদ্ধতিতে প্রথমবার টি ২০ ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। আর গত বছর টি ২০ বিশ্বকাপের আসর বসেছিল কাতারে।
প্রসঙ্গত উল্লেখ্য যে ১৯৮৪ সালে শারজায় শুরু এশিয়া কাপের ১৫তম সংস্করণ এবার। তবে ২০২২-এ এশিয়া কাপ আয়োজনের স্বত্ত্ব পাকিস্তানের থাকলেও তাদের ২০২৩ এশিয়া কাপ আয়োজনের অধিকার দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
বিশ্বকাপ কোন সংস্করণের, সেটির ওপর নির্ভর করে গত কয়েক বছরে এশিয়া কাপের সংস্করণ ঠিক করা হয়। অবশ্য এখন পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন হয়েছে একবারই, ২০১৬ সালে। সেবার ভারত জিতেছিল টুর্নামেন্টটি। এবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তাই এশিয়া কাপও দেখবে দ্বিতীয় টি-টোয়েন্টি সংস্করণের আয়োজন। ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে, তাতেও জিতেছে ভারত।