বাবরের ব্যাটে জয়ের স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান

banner

#Pravati Sangbad Digital Desk:

এ যেন করাচির যুদ্ধ। একদিকে রানের পাহাড়ে ভর করে থাকা অস্ট্রেলিয়ার হুংকার ; অপরদিকে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পরেও দ্বিতীয় ইনিংসে যুদ্ধং দেহির ভূমিকায় অবতীর্ণ  হওয়া পাকিস্তান ব্রিগেড। আর সেই ব্যাটালিয়নের লড়াকু যোদ্ধার নাম বাবর আজম ।
প্রথম ইনিংসে ৫৫৬রান করে ডিক্লেয়ার দেওয়া অস্ট্রেলিয় দল যেন চড়ে বসে পাকিস্তানের উপরে ; মিচেল স্টার্ক, সুয়েপসন, নাথান লায়নের গোলাগুলি বর্ষণে ১৪৮রানে থমকে যায় পাকিস্তানের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ৯৭রান করে ডিক্লেয়ার  করে এক পাহাড়প্রমান লিড চাপায় ক্যাঙ্গারু ব্রিগেড। কিন্তু বরাবর টেস্ট ক্রিকেটের মজা এখানেই ; বারবার ধাক্কা এলেও হাল না ছাড়ার এক বড় উদাহরণই হলো টেস্ট ক্রিকেট। 

এখানেও ব্যতিক্রম হয়নি। ৫০৫ রানের পাহাড়প্রমান লিড নিয়ে অস্ট্রেলিয় স্পীডস্টার দের সামনে ধুঁকতে থাকা ২/১ হয়ে যাওয়া পাকিস্তানের হয়েবয়াতন ধরেন বাবর আজম । এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাবর ব্যাট করেছেন ১৬১ রানে এবং তার যোগ্য সঙ্গত দিচ্ছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান (১০ নট আউট)। দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত দুটি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। একটি গেছে ক্যামেরুন গ্রিনের দখলে। তবে বাকি প্লেয়ারদের মধ্যে ইমাম- উল-হক (১) , এ আলী(৬) , আলম(৯) খুব দ্রুত সাজঘরে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। তবে জেদ আর ধৈর্যশীলতার পরীক্ষা স্টার্ক-কামিন্স বোলিং ব্রিগেডের সামনে কতক্ষন দিতে পারেন বাবর আজম সেটা শুধু সময়ের অপেক্ষা ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News