#Pravati Sangbad Digital Desk:
কিছুদিন আগেই দলের ক্যাপ্টেন মিতালি হয়েছেন প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক, যিনি দলকে দুটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি, তিনি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ৬ হাজার রান সম্পন্ন করেছেন।
আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩১৭ রান করে ভারত। আর সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানও তুলল দেশের মহিলা ক্রিকেট দল। বলতে গেলে একপ্রকার স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের শতরানে ভর করে তিনশো রানের গণ্ডি পেরোয় মিতালি ব্রিগেড ।
এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার যস্তিকা ভাটিয়া, ২১ বলে ৩১ রান করেন তিনি। ওপেনিং এই জুটিতে ছয় ওভারে ৪৭ রান উঠে যায়। ক্যাপ্টেন মিতালি রাজ করেন মাত্র ৫ রান। দীপ্তি শর্মাও কোনও বড় রান পাননি। মাত্র ১৫ করে আউট হয়ে যান তিনি।
সবমিলিয়ে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারতীয় দল। তবে এর পরেও ব্যাটে ঝড় তুলে দলকে লড়াই-এর জায়গায় পৌঁছে দেয় স্মৃতি এবং হরমনপ্রীতের দুরন্ত পার্টনারশিপ। ১০৭ বলে ১০৯ রান করে ৪৯তম ওভারে আউট হন হরমনপ্রীত। দুটি ছয় এবং ১০টি চারে সাজানো ইনিংস তাঁর। এক দিনের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান। পাশাপাশি পঞ্চম শতরানের নজির স্মৃতির ঝুলিতে।
উল্লেখ্য এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত । বল হাতে, ব্যাট হাতে মান্ধানা , ঝুলন গোস্বামীরা বারবার প্রমান করে দিয়েছেন যে তারাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার । হয়তো মিতালি ২০০৫ এ বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি , কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন কি ?