তিলোত্তমা কলকাতা

banner

#Pravati Sangbad Digital Desk:

*"কলকাতা "*
" বৃষ্টি ভেজা সিক্ত শহর
জল রঙেতে ভাসছো তুমি,
সময় পেরোয় ভীষণ রকম
কলকাতা তুমি বড্ডো দামি। "
কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর। কলকাতাকে 'মহানগরী' তার নিজস্ব সৌন্দর্যে যে এক ও অদ্বিতীয়। পুরানো ও নতুনের সম্ভার কলকাতায়। বনেদিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন থেকে শুরু করে প্রাশ্চাত্য শিল্পের সঙ্গে প্রাচীন শিল্পের মিশ্রণ, জাতিধর্ম নির্বিশেষে এক উন্মাদনা সারা শহর জুড়ে ছড়িয়ে আছে।

কলকাতা শহরের ইতিহাস ৩০০ বছরের ও বেশি পুরানো। যতদূর জানা যায়, বাংলার ধনী সাবর্ণ রায়চৌধুরী পরিবার বর্তমান কলকাতার বৃস্তীর্ণ অংশ জুড়ে জমিদারি পরিচালনা করতো। তবে, কলকাতার প্রতিষ্ঠিতা হিসাবে জোব চার্ণব নামটির সঙ্গে আপামোর বাঙালি পরিচিত। ২৪ অগাস্ট ১৬৯০ সালে চার্ণব প্রথম কলকাতায় পদার্পন করেন। সেই সূত্রেই ২৪ অগাস্ট কলকাতার জন্মদিবস। কলকাতা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম নদী বন্দর। জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে তৃতীয় জনবহুল মহানগরী এটি।
কলকাতা মানেই অলিখিত প্রেম, অলিগলির ভালোবাসা, বিখ্যাত রসগোল্লা, ট্রামলাইনে ধরে হাঁটা, গড়ের মাঠের আড্ডা, পুজোয় প্যান্ডেল হপিং, রাতের হাওড়া ব্রিজ আরও কত কিছু। 'দ্যা সিটি অফ জয়' অর্থাৎ কলকাতা ভারতের একমাত্র শহর যেখানে এখনও 'হাতে টানা রিক্সা ' দেখতে পাওয়া যায়। দেশের সবথেকে বড় লাইব্রেরি 'ন্যাশনাল লাইব্রেরি ' কলকাতাতে অবস্থিত। পাঁচজন বিশিষ্ট নোবেল জয়ী ব্যাক্তি থেকেছেন, কাজ করেছেন কলকাতাতে। যেমন সিভি রমণ, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, স্যার রোলান্ড রস। এছাড়া অস্কারজয়ী সত্যজিৎ রায়।

' আনন্দনগরী ' নামেই কলকাতার পরিচয়। এছাড়া 'মিছিলের শহর' ও 'দেশের সাংস্কৃতিক রাজধানী'ও বলা হয় এই শহরকে। অনেকের কাছে 'গরিবের লন্ডন' নামেও পরিচিত। কলকাতাকে চিনতে হলে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা প্রয়োজন। যেমন- কফিহাউস, প্রিন্সেপঘাট, কালীঘাট, বোটানিক্যাল গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্সসিটি, অ্যাকোয়াটিকা, জোড়াসাঁকোঠাকুরবাড়ি, আলিপুর চিড়িয়াখানা, নন্দন, সেন্ট্প‌লস ক্যাথিড্রাল, ইকো পার্ক, নিকো পার্ক, ন্যাশনাল লাইব্রেরি, ইন্ডিয়ান মিউজিয়াম, ভাসমান বাজার, স্নো পার্ক, বেলুড় মঠ, দেশবন্ধু স্মারক, ঠনঠনিয়া কালীবাড়ি প্রভৃতি।
কিছু বিখ্যাত হাসপাতাল রয়েছে কলকাতায়, সেগুলি হলো- ফর্টিস হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, রুবি জেনার‍্যাল হাসপাতাল, আমরি, সিএমআরআই, ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইন্সটিটিউট প্রভৃতি।
কলকাতা শুধুমাত্র একটি শহর তা বললে ভুল হবে। কলকাতা একটি আবেগ, জলজ্যান্ত অনুভূতি। এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে নানা গল্প, কবিতা, ছন্দ। কলকাতা শহরের সৌন্দর্যের বার বার প্রেমে পড়া যায়।
গানে বলা যায়-
" কলকাতা..... তুমিও হেটে দেখো কলকাতা.......... তুমিও ভেবে দেখো... যাবে কি না যাবে আমার সাথে............. "

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Tags:

Related News