Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

জাদেজার বিশ্বরেকর্ড চালকের আসনে ভারত

banner

#Pravati Sangbad Digital Desk:

সদ্য প্রয়াত শেন ওয়ার্ন তাকে বলেছিলেন 'রকস্টার', চলতি  শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে তার পারফরম্যান্স যেন সেকথাই প্রকট করে তুলেছে। আজ যেন রাজস্থান রয়্যালসের সাজঘরে বসে যিনি তাকে নতুনভাবে গড়ে তুলেছিলেন, তাকে এই ইনিংসটি শ্রদ্ধার্ঘ্য হিসেবে জানালেন 'স্যার' জাদেজা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে চলতি টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত। ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৭৪ রান করে রোহিত শর্মার দল। ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় দ্বিশতরান করার সুযোগ পেলেন না জাডেজা। কিন্তু এই অনবদ্য ইনিংসের পথে একটি অনন্য রেকর্ড গড়লেন জাডেজা। 
প্রথম দিনের শেষে ৩৫৭-৬ স্কোর বোর্ডে নিয়ে মাঠে নামে ভারত। অশ্বিন-জাদেজা জুটিতে ভর করে স্কোর বোর্ডে রানের পাহাড় তৈরি করা শুরু করে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে একসঙ্গে দুজনই থাকেন প্রথম এগারোয়। কিন্তু বিদেশের মাটিতে যখন একজন স্পিনার খেলানোর পরিক্লনার রাস্তায় হাঁটে ভারত, তখন প্রশ্ন ওঠে কার ব্যাটিং বেশি কার্যকরী। তাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জাদেজা ও অশ্বিনের লক্ষ্য ছিল ব্যাট হাতে নিজেদের প্রমাণ করা। দুই অলরাউন্ডারের এই লড়াইয়ে, মোহালিতে জাদেজাকে পেছনে ফেলে এগিয়ে গেলেন স্যার জাদেজা। অশ্বিন যেখানে ৬১ রানে থামলেন, সেখানে শ্রীলঙ্কার বোলাররা প্যাভেলিয়ানের রাস্তা দেখাতে পারলেন না জাদেজাকে। অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলে ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ডও গড়ে ফেললেন জাদেজা। সাত নম্বর বা তার পরে ব্যাটিং করতে নেমে এতদিন ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন কপিল দেব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন হরিয়ানা হ্যারিকেন। সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন জাদেজা। ১৭৫ রানের ইনিংস সাজানো ১৭টি চার ও ৩টি ছক্কায়। ১৩০ রানের পার্টনারশিপ দুই অলরাউন্ডারের। ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ছাড়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।

এরপর শতরানের গণ্ডি পেরিয়ে আগ্রাসী জাদেজার দেখা মেলে। নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে মিলে অপরাজিত ১০৩ রান যোগ করেন ভারতীয় অলরাউন্ডের। এই পার্টনারশিপে শামির অবদান ছিল মাত্র ২০ রানের। ঘটনাক্রমে, টেস্ট ক্রিকেটে এর আগে পঞ্চম উইকেটের পতনের পর কোনো ব্যাটার তিনটি শতরানের পার্টনারশিপে গড়তে সক্ষম হননি। জাদেজাই প্রথম যিনি এই কীর্তি করে দেখালেন। নিঃসন্দেহে ব্যাট হাতে ওয়ার্নের ‘রকস্টার’ তাঁকে যথার্থ শ্রদ্ধার্ঘ্য জানালেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে শ্রীলঙ্কা। পেসার সরিয়ে স্পিনার ব্যবহার করতে খুব একটা সময় নেননি রোহিত। অশ্বিন, জাদেজা ও জয়ন্তয়ের ত্রিফলায় ভাঙতে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং। লাহিরু থিরুমানেকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন অশ্বিন। এরপর উইকেটের খাতায় নাম তোলেন জাদেজা। লঙ্কার অধিনায়ক করুণরত্নের পা উইকেটের সামনে পেয়ে যান জাদেজা। দ্বিতীয় দিনেরে শেষে ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। চারজনই ফিরলেন গেল বিফর ইউকেট হয়ে। স্কোর বোর্ডে মাত্র ১০৮ রান। ভারতের দেওয়া রানের পাহাড় চড়তে এখনও ৪৬৬ রান চাই শ্রীলঙ্কার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News