#Pravati Sangbad Digital Desk:
২০২২ টি-২০ বিশ্বকাপ লক্ষ্যে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে নয়া অধিনায়ক রোহিত শর্মার দল। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকেই যে পাখির চোখ করে তুলতে চাইছে সেকথা আবারও জানান দিল ব্লিড ব্লু। তবে এরই মাঝে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। জুন মাসে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে স্থগিত থাকা শেষ টেস্টটি খেলতে জুন মাসে সেই দেশে যাবে টিম ইন্ডিয়া। সেই টেস্টের পরেই আয়ারল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। ২০১৮ সালের পর চলতি বছরে আবার আয়ারল্যান্ডের সাথে খেলবে ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলের সাথে খেলার জন্য খুবই উৎসুক তারা।
তবে এই সিরিজে হয়তো বিগত বছরে ইংল্যান্ড সফরে বাকি থাকা শেষ টেস্ট খেলতে টিমের সাথে থাকতে পারবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা সহ টিমের একাধিক সিনিয়র প্লেয়াররা। সিরিজের বাকি থাকা শেষ টেস্টটি ভারত খেলবে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত।
২৬ জুন মালাহাইডে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে হোম সিরিজের মরশুম শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ২৮শে জুন দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। এরপর নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির জন্য আয়ারল্যান্ডে যাবে। ১০ই জুলাই মালাহাইডে প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। এরপর ১২ ও ১৫ই জুলাই এখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ওয়ারেন ডিউট্রম বলেন, চার বছর বাদে ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে তারা খুবই খুশি। আরো বলেন, 'আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ২০২২ সালের মতো গুরুত্বপূর্ণ গ্রীষ্ম আসেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট ভক্তরা বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখতে পারবে'।