গর্ভপাতের বেনজির সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট

banner

#Pravati Sangbad Digital Desk :

ভারতীয় আইন অনুযায়ী ভ্রূণহত্যা, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এমনকি ২৪ সপ্তাহের পরে গর্ভপাত দণ্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে হতে পারে জেল, শুধু তাই নয় অনেক সময় জরিমানাও করা হয়। তবে এই প্রথম এক বিরল ঘটনার সাক্ষী থাকলো ভারতের সাধারণ মানুষ। ৩৪ বছরের এক অন্তরসত্বা এক মহিলা আদালতে আবেদন জানিয়েছিলেন গর্ভপাতের অনুমতি পাওয়ার জন্য, জানা গিয়েছে ওই মহিলার বাড়ি উত্তর কলকাতাতেই। বিয়ের পর থেকেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে তার; শত চেষ্টা করেও এতদিন গর্ভধারণ করতে সক্ষম হননি। অবশেষে ডাক্তারদের পরামর্শে অন্তসত্বা হন, কিন্তু তাতেও সমস্যার শেষ হয়নি, বরং শারীরিক সমস্যা বেড়েছে। শুধু মা নয়, গর্ভের শিশুরও অনেক সমস্যা রয়েছে। ডাক্তারদের মতে এই মুহূর্তে যদি গর্ভপাত না করানো যায় তাহলে মায়ের সাথে সাথে সন্তানেরও মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

সেই মতো অন্তসত্বা মহিলা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি রাজা শেখর মান্থা অন্তসত্বা ওই মহিলার কথা শুনতে চান; আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন এসএসকেএম হাসপাতালের ৯ জন চিকিৎসকের দল গঠনের। বিচারপতির নির্দেশ মতো গঠিত হয় বিশেষজ্ঞ দল, তারা রিপোর্ট জমা দেয় আদালতের কাছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টেও একই তথ্য উঠে আসে। তাতে বলা হয়, দ্রুত তরুনির গর্ভপাত না করানো হলে ঝুঁকি আরপ বাড়বে। ঠিক সেই মতো বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ গর্ভপাতের পক্ষে রায় দেয়। তবে আদালতের তরফ থেকে কিছু শর্ত রাখা হয়েছে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, গর্ভপাতের সময় যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তার দায় অন্তসত্বার বাড়ির লোকদেরকেই নিতে হবে। ২০২১ সালেই কেন্দ্রীয় সরকার গর্ভপাতের সময়সীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করেছে। ২০২১ সালের গর্ভপাত সংশোধনী আইনে বলা হয়েছে, কোনো নাবালিকা তরুণী, বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্ন তরুণী বা কোনো ধর্ষিতা তরুণী, কারোর স্বামী মারা গিয়েছেন বা ছেড়ে চলে গিয়েছেন এই রকম মহিলারা চাইলে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News