Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

মেট্রো স্টেশন থেকে সরাসরি বিমাবন্দর এখন কয়েক মিনিটের পথ

banner

#Pravati Sangbad Digital Desk :

আর কষ্ট নয়, নেই ট্রাফিক, খুব সহজেই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে সোজা বিমানবন্দরে পৌঁছে যাবেন যাত্রীরা। আগে যেই পথ দিয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করত, সেই পথেই অত্যাধুনিক সুড়ঙ্গের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ভারী লাগেজ নিয়ে পৌঁছে যাবেন বিমান ধরতে। তার সাথে খুব তাড়াতাড়িই চালু হয়ে যাবে বিমানবন্দর মেট্রো পরিষেবা। জানা গিয়েছে ,এই নতুন পাতাল পথে থাকছে একাধিক লিফট, এসক্যালেটর, এবং চলমান ফুটপাথ। আগের যেই পথ ধরে লোকাল ট্রেন যাতায়াত করত, সেই পরিত্যক্ত অংশ ভেঙ্গে দিয়েই এই নতুন অত্যাধুনিক টার্মিনাল তৈরি হয়েছে।, যা সরাসরি বিমানবন্দরের সাথে মেট্রো স্টেশনের যোগাযোগ ঘটাবে। উল্লেখ্য রেল মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোরেল এবং কোলকাতা বিমানবন্দরকে যুক্ত করার কথা বলেছিলেন, সেই সাথে কোলকাতা মেট্রোকে বারাসাত পর্যন্ত বিস্তারের কোথাও জানিয়েছিলেন, কিন্তু বাঁধ সাজে বিমানবন্দর কতৃপক্ষ, কারন তা করতে গেলে মেট্রো রেলকে যেতে হবে শহরের মধ্যে দিয়ে পিলারের সাহায্যে। 


বিমানবন্দর কতৃপক্ষের যুক্তি ছিল তা হলে বিমান ওঠা নামাই অনেক সমস্যার সৃষ্টি হবে। তবে ধীরে ধীরে সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে গত বছর বিমানবন্দর মেট্রো স্টেশনের মূল ভবনের কাঠামো তৈরি হয়ে গিয়েছে। তবে তা করতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে নির্মীয়মাণ সংস্থাকে। আপাতত রেলপথ পাতার কাজও প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই যশোর রোড পর্যন্ত একটি টার্মিনাল তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু বাকি বিমানবন্দর থেকে বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত পাতাল পথ তৈরির কাজ। সেই সাথে চলছে বারসাত থেকে নোয়াপাড়া মেট্রোর কাজ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: