#Pravati Sangbad Digital Desk:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ঈশান কিষানকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই বিশাল অর্থ নয়, বরং এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়াই ঈশানের মূল ভাবনা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পেয়েছেন ঈশান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ঈশান কিষান বলেন, ‘আইপিএল বড় মঞ্চ। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই গর্বিত আমি। তবে নিলাম নিয়ে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই নিলামের পরেই রাহুল স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। উনি মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যেতে বলেছেন। আমি সেই কথা মেনেই এগিয়ে যাচ্ছি। তাই আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়া।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্কবার্তা দিলেন অধিনায়ক রোহিত শর্মা । আসন্ন আইপিএল এর নিলামপর্ব মিটে যাওয়ার পর খেলোয়াড় দের সম্পূর্ণভাবে সিরিজের উপর ফোকাস রাখতে বলেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন '
“আইপিএলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কোনও ব্যাটার তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্য কোথায় ব্যাট করবে, তা আমরা দেখছি না। আমরা দেখছি, সে জাতীয় দলের হয়ে ব্যাট কোথায় করতে পারে। এখানে পেশাদার সকলেই। আর দেশের নীল রং গায়ে দিলে আপনি তাদের প্রতি আশা করবেনই।”
অর্থাৎ স্পষ্টতই যে আই পি এল এর আগে আসন্ন টি টোয়েন্টি সিরিজের উপরই ফোকাস করতে চাইছে গোটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট , একবার সে কথাই মনে করাতে চাইলেন অধিনায়ক ।