Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্যাট কামিন্স এবং শ্রেয়াস আইয়ার এর দিকে নজর কেকেআরের

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital Desk:

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগের প্রস্তুতিতে কেকেআর শিবির এর তরফ থেকে জানা গেলো তাদের মূল যে ২ খেলোয়াড়দের দিকে চোখ আছে তারা হলেন ওপেনার শ্রেয়াস আইয়ার ও অস্ট্রেলিয় পেস বোলার প্যাট কামিন্স। গত আইপিএলে কেকেআর তাদের যাত্রা শেষ করেছিল ফাইনালে গিয়ে, কিন্তু ফাইনাল তারা জিততে পারেনি। এবছর কেকেআর ম্যানেজমেন্ট তাদের সমস্ত খেলোয়াড়দের কে ছেড়ে দিয়েছে এবং তার রেখেছে মাত্র চারজন কে, তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার ও বরণ চক্রবর্তী। যাদের রাখতে গিয়ে কলকাতা শিবিরের মোট খরচ হয়েছে ৩২ কোটি টাকা ও নিলামের আগে তাদের কাছে অবশিষ্ট রয়েছে ৪৮ কোটি টাকা। 
কলকাতা নাইট রাইডার্স শিবির যে চারজন খেলোয়াড় কে রেখেছে তাদের মধ্যে তিনজন খেলোয়াড়ই অলরাউন্ডার অতএব কলকাতা শিবিরকে নজর দিতে হবে ব্যাটিং ও পেস বোলিং এর উপর। তারমধ্যে কলকাতার শুভমান গিল আইপিএলের নতুন একটি দল আমেদাবাদে চলে গেছেন, তার কারণে কলকাতা শিবিরকে নতুন ওপেনিং ব্যাটসম্যান খুঁজতে হবে। ওপেনিং ব্যাটসম্যান দের মধ্যে কলকাতা নজর রাখবে যাদের ওপর তারা হলেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, কুইন্টন ডি কক ও ঈশান কিশান। 

আগের বছর কলকাতার অধিনায়ক ছিলেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, এবছর কলকাতা তাকেও তাদের দলে রাখেনি। ইয়ন মর্গ্যান কলকাতার হয় মূলত ৪ নম্বর স্থানে ব্যাট করতে আসতেন ও তার অধিনায়কত্বের জোরে কলকাতায় আগের বছর ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল কিন্তু এবারে তিনি নেই, তার বদলে কলকাতা কাকে অধিনায়ক হিসেবে কাকে নেবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। শোনা যাচ্ছে কলকাতা ম্যানেজমেন্ট সিএসআইআর কে তাদের দলে নিতে চায় ক্যাপ্টেন হিসেবেই।
ব্যাটসম্যানের সাথে সাথে নাইট রাইডার দরকার পেস বোলারও। অতীতের ২ মরশুমে কলকাতায় বিদেশি বোলার দের মধ্যে নজর কেড়েছিলেন প্যাট কামিন্স, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার-নাইল। কলকাতা ম্যানেজমেন্টের মূলত এই চার পেস বোলারদের ওপর নজর থাকবে। ভারতীয় পেস বোলারদের মধ্যে নজরে থাকবেন মহম্মদ সামি, শার্দুল ঠাকুর, দীপাক চাহার ও কেকেআরের খেলে যাওয়া প্রশিধ কৃষ্ণা। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুরন্ত ফর্মে রয়েছেন প্রসিধ কৃষ্ণা, তাকে কেনার জন্য ঝাপাতে পারেন কলকাতা ম্যানেজমেন্ট। 
তাছাড়াও বাংলার খেলোয়াড়দের মধ্যে নজর থাকবে ঋদ্ধিমান সাহা, ঈশান পোড়েল, মোহাম্মদ সামি, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋত্বিক রায়চৌধুরীর ওপর। এরা সবাই এই মরশুমে অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন, এই খেলোয়াড়দের ওপর শুধুমাত্র কেকেআর নয় তা ছাড়া বাদবাকি দলগুলির নজরও থাকবে।
আগামীকাল ১২ ও ১৩ তারিখ মেগা অকশনের দিকে চোখ রাখতে হবে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী দর্শকদের, এবং কোন কোন উজ্জ্বল তারকা খেলোয়াড়দের

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News