#Pravati Sangbad Digital Desk:
তিনটি করে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। এর মাধ্যমে ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলবে তারা। তবে তাদের এই সফর সমস্যা সৃষ্টি করতে পারে অন্য জায়গায়।
বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আইপিএল খেলা পড়ে যেতে পারে ধোঁয়াশায়। ৪-৫ ম্যাচে তাদের না-ও পেতে পারে আইপিএল দলগুলো।
এ ব্যাপারে ক্রিকবাজ জানাচ্ছে, খেলোয়াড়দেরকে পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মানতে হবে। যার মানে দাঁড়াচ্ছে, অন্তত ১১ এপ্রিল পর্যন্ত তাদের থাকতে হবে নির্বাসনে। এক ফ্র্যাঞ্চাইজির কর্তা জানিয়েছেন, ‘এটা অনেক দেরি হয়ে যায়। আমাদের দেখতে হবে এই সফরে কোন খেলোয়াড়কে নেওয়া হয়েছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএল-এর জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব হবে না।’
নতুন মৌসুমে আইপিএল শুরু হতে পারে আগামী ২৭ মার্চ। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যোগ দিতে দিতে ১২ এপ্রিল লেগে যেতে পারে। তাই কিছুটা হলেও চিন্তিত আইপিএলের দলগুলো।