রামিজ রাজার প্রস্তাব খারিজ জয় শাহের

banner

#Pravati Sangbad Digital Desk:

আপাতত ICC ইভেন্ট ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে না ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। অন্তত তেমনই ইঙ্গিত দিলেন BCCI সচিব জয় শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত ছোটোখাট কোনও টুর্নামেন্ট নিয়ে চিন্তাভাবনা করছে না। ICC-র তত্ত্বাবধানে আপাতত বড় টুর্নামেন্ট নিয়েই ভাবনাচিন্তা করা হচ্ছে।
ক্রিকেট নিয়ে ফের কূটনৈতিক পথে হাঁটতে চেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। ভারত এবং পাকিস্তান সহ চতুর্দেশীয় সিরিজের আবেদন করে তিনি ICC-র দরজায় কড়া নেড়েছিলেন। গত মাসে রামিজ রাজা জানিয়েছিলেন, পরবর্তী ICC বৈঠকে তিনি একটি প্রস্তাব রাখতে চান। কী সেই প্রস্তাব? বছরে অন্তত একবার করে চতুর্দেশীয় টুর্নামেন্ট ICC শুরু করুক। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এক্সপ্রেস ট্রিবিউনে এই খবরটি প্রকাশিত হয়েছিল।

এই খবর প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন উঠতে শুরু করেছিল, এবার হয়ত ICC ইভেন্টের পাশাপাশি অন্য টুর্নামেন্টেও ভারত এবং পাকিস্তানকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। তবে সোমবার জয় শাহ যে ইঙ্গিত দিলেন, তাতে আসন্ন ভবিষ্যতে এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে একে অপরের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে না, সেটা বেশ স্পষ্টই বুঝতে পারা গিয়েছে।
জয় শাহ আরও বলেছেন, "ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত সামনের বিশ্বকাপ এবং ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করা নিয়েই বেশি চিন্তিত। এই মুহূর্তে আর নতুন কোনও চতুর্দেশীয় টুর্নামেন্ট নিয়ে ভাবনাচিন্তা করতে একেবারে নারাজ বোর্ড। বোর্ড কর্তারা আপাতত দ্বিপাক্ষিক সিরিজ নিয়েই বেশি আগ্রহী।"
২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় দুই দেশের মধ্যে। তারপর বিশ্বকাপ বা ICC আয়োজিত কোনও টুর্নামেন্ট ছাড়া দুই দেশ মুখোমুখি হয় না। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। সেখানে পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারতে হয় ভারতকে। তবে বিশ্বকাপে সবথেকে বেশি দেখা ম্যাচ হয় এটা। এরপর দুই দেশের মধ্যে পুনরায় সিরিজ খেলার দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News