#Pravati Sangbad Digital Desk :
ভারতীয়
মহিলা ক্রিকেট দলের ইতিহাসে বুধবার
রাত্রি এক গৌরবময় অধ্যায়
হয়ে রইল। ইংল্যান্ডের মাটিতে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি
সিরিজ জিতে নিল হরমনপ্রীত
কৌরের নেতৃত্বাধীন দল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ
ম্যাচে ছয় উইকেটে জয়
এনে সিরিজ় এক ম্যাচ বাকি
থাকতেই নিজেদের দখলে করে নিল
ভারত। ২০০৬ সালে একটি
মাত্র টি-টোয়েন্টি ম্যাচে
ভারত জয় পেলেও, এত
বছর ধরে দুই দেশের
মধ্যে হওয়া কোনও সিরিজ়
জিততে পারেনি ভারতীয় দল। দেশ কিংবা
বিদেশ, সব জায়গাতেই ইংল্যান্ডের
কাছে হারতে হয়েছে। ১৯ বছর পর
অবশেষে মিলল কাঙ্ক্ষিত সাফল্য।
ভারতের জয় ইংল্যান্ডের মাটিতে- গিলের হাত ধরে
এই জয়ের নেপথ্যে সবচেয়ে
বড় অবদান ছিল ভারতীয় স্পিনারদের।
শ্রী চরণী নেন ২
উইকেট মাত্র ৩০ রানে, রাধা
যাদব ২ উইকেট ১৫
রানে, এবং দীপ্তি শর্মা
তুলে নেন ১ উইকেট
২৯ রানে। ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনারদের সামনে বারবার বিপদে পড়েন। ভারতের ফিল্ডিংও ছিল নজরকাড়া। সব
মিলিয়ে, নির্ধারিত ২০ ওভারে মাত্র
৭ উইকেটে ১২৬ রান তুলতে
সক্ষম হয় ইংল্যান্ড। জবাবে,
ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেন
দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা।
দু’ জন মিলে গড়েন
৫৬ রানের ওপেনিং জুটি। স্মৃতি করেন ৩২ রান,
শেফালি করেন ৩১। এরপর
জেমাইমা রদ্রিগেস (২৪) ও হরমনপ্রীত
কৌর (২৬) দায়িত্বের সঙ্গে
রান তোলেন। ম্যাচ শেষ হয় তিন
ওভার বাকি থাকতেই। ম্যাচ
শেষে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,“আমরা জিততে পেরে
গর্বিত। গোটা সিরিজ়েই দল
হিসেবে দারুণ খেলেছি। ছন্দে ফিরে আসা আমাদের
জন্য খুব দরকার ছিল।
প্রত্যেকেই নিজের দায়িত্ব বুঝে পালন করেছে।”