Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

১৯ দিন আগে অধিনায়কের ঘোষণা কলকাতা নাইট রাইডার্স! শ্রেয়স আয়ারের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হল?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক শ্রেয়স আয়ারকে এবারের আইপিএলে আর ধরে রাখেনি কেকেআর। দলটি তখন থেকেই নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অবশেষে, ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল-এর ১৯ দিন আগে কেকেআর তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেছে। শ্রেয়স আয়ারের জায়গায় এবার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানেকে।


উলেখ্য,  কেকেআরের অধিনায়কত্ব নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন রাহানে ছাড়াও বেঙ্কটেশ আয়ার, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা। তবে, শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের মালিকানাধীন এই দলটি। রাহানে, যিনি মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের অধিনায়ক, তার নেতৃত্বে এবার কেকেআর আইপিএলে নেমে পড়বে। এবারে আইপিএলের নিলামে বেঙ্কটেশ আয়ারের জন্য সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ টাকা খরচ করেছে কেকেআর, যা একাধিক ক্রিকেটপ্রেমীকে ভাবিয়ে তুলেছিল যে তিনি হতে পারেন কেকেআরের অধিনায়ক। তবে, কেকেআর এর পক্ষে অভিজ্ঞতার মূল্য বেশি বলে মনে হয়েছে এবং রাহানে-কে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। বেঙ্কটেশ আয়ারকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। এছাড়া, কেকেআর একটি নতুন জার্সিও প্রকাশ করেছে। এই নতুন জার্সির বুকে রয়েছে তিনটি তারা, যা প্রতীকীভাবে তাদের তিনবার আইপিএল জয়ের প্রতিনিধিত্ব করে। 

বিশ্ব বন্যপ্রাণী দিবসে গুজরাটের গির অভয়ারণ্যে জঙ্গল সাফারিতে মোদী

প্রসঙ্গত, ৩ মার্চ ২০২৫ তারিখে, কেকেআর তাদের নতুন জার্সি একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে এবং লবনীত সিসোদিয়া, এই সকল খেলোয়াড়রা নতুন জার্সি পরে উপস্থিত হন। এই জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও যুক্ত করা হয়েছে, যা গত বারের চ্যাম্পিয়ন হিসেবে কেকেআরের সম্মানিত অবস্থানকে চিহ্নিত করে। এই পরিবর্তন আইপিএলে কেকেআরের ‘চ্যাম্পিয়ন’ অবস্থানকে আরো দৃঢ় করবে। এছাড়া, কেকেআরের মূল মন্ত্র “করব, লড়ব, জিতব” – এই তিনটি শব্দকেও গুরুত্ব দেওয়া হয়েছে ভিডিওতে। এই মন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে ৩.৩৩ মিনিটে রাহানে-র নাম ঘোষণা করা হয়, যা আরও একবার ‘তিন’ সংখ্যাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেয়। এবারের আইপিএলে কেকেআর তাদের নতুন অধিনায়ক রাহানে ও সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারের নেতৃত্বে দুর্দান্ত কিছু প্রদর্শন করবে, এমনটাই প্রত্যাশা তাদের ভক্তদের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News