#Pravati Sangbad Digital Desk:
বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই ওপার বাংলা থেকে লাগাতার হুমকি আসছে। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বহু নেটিজেন এবং রাজনীতিবিদ ভারত দখল নিয়ে দিবাস্বপ্ন দেখতে শুরু করেছেন। এরই মধ্যে বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। ১৯৪৭ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে, সেই ভূখণ্ডকে ‘খণ্ডিত’ বলে উল্লেখ করেন তিনি। আর এই পোস্টের উত্তরেই, 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক দেওয়ায় মাহফুজ আলমকে তুলোধোনা করল ভারত। প্রসঙ্গত, মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এ কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই ১৮ ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় যা নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। পরে অবশ্য বিতর্কের মুখে নিজের সেই পোস্ট মুছে দেন মাহফুজ আলম। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মাহফুজ আলম যিনি ইউনুসের ‘কোলের ছেলে’ বলে পরিচিত, তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বাংলাদেশের গণঅধিকারের সম্পাদক রাশেদ খান বলেন, “একটা নাবালকও জানে ভারতের সঙ্গে যুদ্ধ করলে আমাদের কী অবস্থা হবে। ভারত এত বড় রাষ্ট্র, তাদের সঙ্গে লড়াই সম্ভব নয়। “

অপরদিকে এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে, বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধু বলেছেন, ‘আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। এই বিষয়টি নিয়ে আমরা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। আমি যা জানি, তাতে যে পোস্টের কথা বলা হচ্ছে, সেটা তুলে নেওয়া হয়েছে (মুছে ফেলা হয়েছে)। জনসমক্ষে যে মন্তব্য করা হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট সকল লোকজনকে সংযত থাকার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি আমরা।’ মাহেফুজের বক্তব্য, “এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪-র ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর। কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটি খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না।” উত্তর হিসেবে এস জয়শংকরের মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ‘ভারত যখন বারবার বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে, তখন এরকম মন্তব্য থেকে প্রমাণিত হয় যে জনসমক্ষে এরকম বক্তব্য পেশ করার ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে।’ মাহফুজের এহেন পোস্ট নিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, 'আমি এই ধরনের কোনও পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা বললেন, এর বাইরে আমি আর কিছু জানি না। সাধারণ নিয়মানুযায়ী, আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই, সে বিষয়ে কোনও মন্তব্য করব না।' শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ এবং বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বিষয়টির প্রতিবাদ জানিয়ে নোট পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন।