Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

একবার চার্জেই ১২০০ কিলোমিটার চলবে গাড়িটি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:


 বিশ্বের গাড়ি শিল্পে বৈদ্যুতিক গাড়ি  বড় এক মাত্রা যোগ করেছে। এই গাড়ি পরিবেশবান্ধব। অন্যদিকে এটি জ্বালানি-সাশ্রয়ী। এই গাড়ির জ্বালানি খরচ প্রচলিত গাড়ির পাঁচ ভাগের একভাগ মাত্র। বর্তমানে টাটা-মাহিন্দ্রা সহ ওলার মত কোম্পানি প্রতিদিন ইলেকট্রিক সেগমেন্টে নতুন নতুন গাড়ি লঞ্চ করছে। যার চাহিদাও রয়েছে চোখে পড়ার মতো। এই মুহূর্তে যদি আপনি সবচেয়ে কম দামে বাজারের সেরা ইলেকট্রিক গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। এটি এমন একটি ইলেকট্রিক গাড়ি যেটির দাম মাত্র ৩.৪৭ লাখ টাকা। 


প্রসঙ্গত,  এক চার্জেই চলবে ১২০০ কিলোমিটার চলবে  গাড়িটি।  তাছাড়া, ফাস্ট চার্জিং প্রযুক্তির পাশাপাশি গাড়ি থেকে আকর্ষণীয় লুক প্রদান করা হয়েছে। এছাড়া এই গাড়িটিতে ৭ ইঞ্চির LED ডিসপ্লেও প্রদান করা হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দামের কথা বলি, তবে গাড়িটি ৩.৪৭ লাখ টাকা থেকে শুরু হয়ে ৫ লাখ টাকা পর্যন্ত ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছেতবে দুর্দান্ত এই গাড়িটি ভারতের বাজারে উপলব্ধ হবে কিনা, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি গাড়ি নির্মাণ কোম্পানির তরফ থেকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News