Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

BSNL প্ল্যান এখন অনেক সস্তা তার সাথে TATA যুক্ত হলে বিএসএনএলের শক্তি আরও বাড়বে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

ভোডাফোন, এয়ারটেল, জিও  সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় অনেকেই পোর্ট করিয়ে BSNL-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে খবর।  টাটা কনসালট্যান্সি সার্ভিস তথা টিসিএসের সঙ্গে নাকি ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএলের। এক হাজার গ্রামে ৪জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা। 

তবে এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য মূলত জিও ও এয়ারটেলেরই। কিন্তু বিএসএনএলের শক্তিবৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য। টাটা দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে। এটি ভারতের ৪জি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও দেশে ৯ হাজারের বেশি ৪জি নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল। তারা চায় এটিকে ১ লক্ষ পর্যন্ত বাড়াতে।


এদিকে ভোডাফোন, এয়ারটেল, জিও সমস্ত প্ল্যানের দামা বাড়ালেও বিএসএনএল এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেনি। বিএসএনএল (BSNL) পুরনো রিচার্জ প্ল্যানই চালু রেখেছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের প্ল্যান এখন অনেক সস্তা। তাই সাধারণ মানুষের বিএসএনএল নেওয়ার প্রতি আগ্রহ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে সত্যিই টাটাদের সঙ্গে বিএসএনএল হাত মেলালে এর ফলে যে বাকিরা প্রবল চাপে পড়বে, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

বিএসএনএলের প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য বিএসএনএলের একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ রয়েছে ১০৮ টাকার। ২৮ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনই রয়েছে দৈনিক ১ জিবি ৪জি ডেটা। যাঁরা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাঁদের জন্য রয়েছে ১৯৯৯ টাকার প্ল্যান। ৩৬৫ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ৬০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান। এই ধরনের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে ৩৫, ৭০ কিংবা ১৫০ দিনের প্ল্যান।


টাটাদের সঙ্গে বিএসএনএল হাত মেলালে প্রবল চাপে পড়বে অন্য টেলিকম সংস্থা

BSNL প্ল্যান এখন অনেক সস্তা তার সাথে TATA যুক্ত হলে বিএসএনএলের শক্তি আরও বাড়বে 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি
Related News