এবার অগ্নিগর্ভ পরিস্থিতি মেঘালয়ে, উন্মত্ত জনতার বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

মণিপুরের পর মেঘালয়ে ছড়িয়ে পড়ল অশান্তির আগুন৷ এ বার মেঘালয়ের টুরায় উন্মত্ত জনতার বিক্ষোভের মুখে পড়ে আটকে পড়লেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা৷ প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ থাকলেও পরে প্রতিবাদীরা পাথর ছুড়তে শুরু করেন৷ তাতে আহতও হয়েছেন পাঁচজন পুলিশকর্মী৷ সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মেঘালয়ে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত শয়ে-শয়ে জনতা টুরায় অবস্থিত মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘিরে ফেলেছেন৷ আপাতত ভিতরেই আটকে পড়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা৷

 এদিন বিকেলে আন্দোলনরত একাধিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে কার্যালয়ের মূল গেটের বাইর যান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আমরণ অনশন প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান আন্দোলনকারীদের। পরে নিজের দফতরে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে আন্দোলনকারীদের বৈঠকে বসেন।


গারো পাহাড়ের বেশ কয়েকটি গোষ্ঠীর অনেকদিনের দাবি, শীতকালীন রাজধানী হিসাবে টুরাকে ঘোষণা করা হোক৷ সেই দাবি নিয়েই সোমবার বিকেল থেকে পার্বত্য রাজের টুরায় মুখ্যমন্ত্রীর দফতরের সামনে অনশন শুরু করেছিলেন প্রতিবাদীরা৷ তার পরে, সোমবার সন্ধ্যার পর হঠাৎই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে ভিড় করে আসেন তাঁরা এবং পাথর ছুড়তে শুরু করেন৷ তাতেই আহত হন পাঁচজন পুলিশকর্মী৷ তাঁদের আহত অবস্থায় ওই অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়৷

ওই বৈঠক চলাকালীনই কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বৈঠকে না ডাকার অভিযোগ তুলে শোরগোল শুরু করে দেয়। আচমকাই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে উন্মত্ত জনতার একাংশ। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে তুলকালাম বেঁধে যায়। কার্যালয় লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। পাথরের আগাতে জখম হন পাঁচ নিরাপত্তা রক্ষী। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন মেঘালয় পুলিশের এক মুখপাত্র। তবে উত্তেজনা রয়েছে।

একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ভিতরে আহতদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী সাংমা৷ তবে পাশাপাশি এও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপদেই আছেন, তবে অফিস থেকে তিনি বার হতে পারছেন না৷ প্রতিবাদীরা ইতিমধ্যে বাইরের রাস্তা অবরোধ করে রেখেছেন৷ মুখ্যমন্ত্রীর অফিসের তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে৷

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News