Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আর লাগবে না পাসওয়ার্ড! গুগল আনছে নতুন আপডেট

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad digital Desk:

মেইল থেকে ফেসবুক, পাসওয়ার্ড মনে রাখা নিয়ে বিপাকে পড়েন অনেকেই।প্রায়শই পাসওয়ার্ড ভুলে গিয়ে অ্যাকাউন্ট ফিরে পেতে অনেক ঝক্কি সামলাতে হয়। তবে এবার পাসওয়ার্ড সমস্যা নিয়ে মুশকিল আসান করতে চলেছে গুগ্‌ল। আপনার যদি গুগ্‌লে অ্যাকাউন্ট থাকে, তা হলে আগামী দিনে আর পাসওয়ার্ড লাগবেই না।

     অর্থাত্‍, পাসওয়ার্ডহীন গুগ্‌ল অ্যাকাউন্ট থাকবে। সম্প্রতি এমন পরিকল্পনার কথাই ঘোষণা করেছে গুগ্‌ল।মে মাসের প্রথম বৃহস্পতিবার বিশ্ব পাসওয়ার্ড দিবস উদ্‌যাপন করা হয়। পরের বছর এই দিনে হয়তো গুগ্‌ল ব্যবহারকারীদের আর পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। ফলে পাসওয়ার্ড মনে রাখার ভোগান্তির মধ্যে আর পড়তে হবে না।

   গুগ্‌ল সূত্রে খবর, পাসওয়ার্ডের পরিবর্তে 'পাস কী' ব্যবহার করা হতে পারে। 'পাস কী' থাকলে সহজেই গুগ্‌ল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। কী ভাবে কাজ করবে এই 'পাস কী'? গুগ্‌ল জানিয়েছে, অ্যাকাউন্ট লগ-ইন করার সময় 'ইউজার নেম' দিতে হবে। তার পর পাসওয়ার্ডের বদলে 'ফিঙ্গার প্রিন্ট' বা আঙুলের ছাপ দিতে হবে। যার সাহায্যে 'আনলক' করা যাবে। এই মুহূর্তে অনেক স্মার্টফোনেই 'ফিঙ্গার প্রিন্ট'-এর সুবিধা রয়েছে। ফলে প্রযুক্তিনির্ভরদের জন্য এই পদ্ধতি নতুন নয়। গুগ্‌ল দাবি করেছে যে, 'পাস কী' চালু হলে গ্রাহকদের তথ্য আরও সুরক্ষিত থাকবে।

Related News