Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শহরে লিটন! রিঙ্কুর ৫ ছক্কার পর দলে যোগ দিলেন লিটন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস রোববার বিকেলেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তিনি যখন বিমানে তখন আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলছেন কেকেআরের আরেক তারকা রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালকে ৫ বলে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দিলেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স শনিবার জানিয়ে দিয়েছিল, রবিবার শহরে আসছেন লিটন দাস। সেই মতো রবিবার রাতে কলকাতায় পা রাখলেন বাংলাদেশের ক্রিকেটার। তখন সবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা পৌঁছালেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। কারণ, কেকেআর এখনও আহমেদাবাদে রয়েছে। নিতিশ রানারা কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

নাইট রাইডার্সের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছিল, ‘ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন। দল এই মুহূর্তে আহমেদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে কেকেআর। কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।’


কলকাতার পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে, পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে তারা। রোববারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাতেই হবে ওই ম্যাচ।

শাকিব আল হাসান এবং লিটনকে নিলামে কিনতে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। শাকিব যদিও আইপিএলে আসতে পারেননি। তাঁর বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। লিটন আসবেন। যদিও মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যাবেন লিটনও। শাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও দিল্লি ক্যাপিটালসে শুরু থেকেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাঁকে এখনও কোনও ম্যাচে খেলানো হয়নি।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব খেলা ক্রিকেট
Related News