Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কেকেআরের স্পিনের ভেলকিতে ধরাশায়ী আরসিবি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানের বড় ব্যবধানে হারাল নাইটরা। মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। প্রথমে ব্যাটে শার্দুল ঠাকুর, রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিংয়ের অনবদ্য ব্যাটিং। তারপর কেকেআরের স্পিন ত্রয়ীর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল আরসিবির ব্যাটিং। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর। রান তাড়া করতে নেমে ১২৩ রানে অলআউট হয়ে যায় আরিসিবি। বরুণ চক্রবর্তী ৪টি, সূয়শ শর্মা ৩টি, সুনীল নারিন ২টি ও শার্দুল ঠাকুর একটি উইকেট নেন।

রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও কর্ণ শর্মা। জবাবে ১৭.‌৪ ওভারে ১২৩ রানে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে দুরন্ত বোলিং করে নাইটদের জয় এনে দিলেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও সুযশ শর্মা। ম্যাচের রং পুরো পাল্টে দেন কেকেআকের এই তিন স্পিনার।

২০৫ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু‌প্লেসি। ওপেনিং জুটিতে ৪.‌৫ ওভারে ওঠে ৪৪। পঞ্চম ওভারেই নীতীশ রানা আক্রমণে নিয়ে আসেন সুনীল নারাইনকে। ১৮ বলে ২১ রান করে আউট হন কোহলি। পরের ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ডুপ্লেসি (‌১২ বলে ২৩)‌। গ্লেন ম্যাক্সওয়েলকেও (‌৫)‌ তুলে নেন বরুণ। শাহবাজ আমেদকে (‌১)‌ ফেরান নারাইন।

প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। জয় নিশ্চিত হতেই বক্সে উচ্ছ্বাসে ফেটে পড়লেন শাহরুখ কন্যা-সুহানা। প্রত্যাশা পূরণ হতেই জুহি, শাহরুখ এবং সুহানা মাঠে নামলেন। শুরুতে নাইটদের সঙ্গে হাত মেলালেন, আলিঙ্গন করলেন শাহরুখ। এর পর কিং খান দেখা করলেন কোহলির সঙ্গেও। ঝুমে জো পাঠান গানে নাচলেনও তাঁরা।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News