Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আইপিএল অভিষেকেই নজর কাড়লেন বাংলার অভিষেক, ম্যাচে নেমেই ২টো ছক্কা হাঁকালেন বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটার

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আইপিএল এ নিজের প্রথম ম্যাচ ছিল। এত বড় ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে তিনি আগে কখনও নামেননি। কিন্তু বাংলার ছেলেটা একটুও ঘাবড়ে যায়নি। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেই পেল্লাই ২টো ছক্কা হাঁকান অভিষেক পোড়েল। 

আচমকাই তাঁর কাছে সুযোগ চলে এসেছিল। আর সেই সুযোগ লুফে নিলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েল। ঋষভ পন্থের চোট যেন শাপে বর হয়েছিল চন্দননগরের এই ছেলেটির কাছে। ঘরোয়া ক্রিকেটে ও রঞ্জিতে বাংলার হয়ে ধারাবাহিক পারফর্ম করেছিলেন অভিষেক।

দিল্লি ইনিংসে ১১ তম ওভারে ৪ নম্বর বলে আলজারি জোসেফকে নিজের প্রথম আইপিএল ছক্কা হাঁকান অভিষেক। এরপর ১২ নম্বর ওভারের শেষ বলে পুল শটে দর্শনীয় ছক্কা হাঁকান চন্দননগরের ছেলেটি। বোলার ছিলেন ইয়াস দয়াল। যদিও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি পোড়েল। ১৩ তম ওভারে রশিদের দ্বিতীয় বলে আফগান স্পিনারের ঘূর্ণ বুঝতে না পেরে বোল্ড হয়ে যান এই তরুণ উইকেট কিপার ব্যাটার। 

শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পেছনেও নজর কাড়েন অভিষেক। খালিল আহমেদের বলে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হার্দিক পাণ্ড্য। এছাড়াও উইকেটের পেছনে রিফ্লেক্স, ফুটওয়ার্ক সবেতেই ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন অভিষেক। 

এদিকে শুধু অভিষেকই নয়, গুজরাত বনাম দিল্লি ম্যাচে মাঠে নামলেন বাংলার হয়ে খেলা ৪ ক্রিকেটার। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। এদিনের ম্যাচেও ছিলেন তিনি। সঙ্গে অভিষেক তো ছিলেনই। এছাড়াও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ২ জনেই গুজরাত টাইটান্সের সদস্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News