নতুন ছবি ' বিনোদিনী ' নিয়ে রুক্মিণী কে কটাক্ষ শ্রীলেখার

banner

#Pravati Sangbad Digital Desk:

বরাবর ই এক বাংলা সিনেমা জগতের এক বিতর্কিত নাম শ্রীলেখা মিত্র ।নানান সময় নানান বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ।বিভিন্ন সময় সোশাল মিডিয়া প্লাটফর্মে তার মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়না।তেমন ই সম্প্রতি তার এক মন্তব্য নিয়ে ফের উত্তাল সোশাল মিডিয়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে রমকমল মুখোপাধ্যায় পরিচালিত ' বিনোদিনী ' এর ফাস্ট লুক ।এই ছবিতে বিনোদিনী এর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ।ফার্স্ট লুক এ বিনোদিনী বেশে রুক্মিণী এর একটি ছবি প্রকাশ পেয়েছে ।আর সেই ছবি দেখেই সোশাল মিডিয়া তে মন্তব্য করেন ," এত রোগ ছিলেন কি বিনোদিনী ? ক্যাজুয়াল প্রশ্ন।সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য ।" তিনি আরো সংযোজন করেন ," এমনিতেই শত্রুর অভাব নেই।কেউ ব্যাক্তিগত ভাবে নেবেন না ।" 

শ্রীলেখা এর এহেন মন্তব্য নিয়ে ফের গুঞ্জন শুরু হয় ।সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বিস্ফোরক  মন্তব্য করেন।তিনি বলেন  ," রুক্মিণী কে আমি একটুও হিংসে করিনা ।ফুটফুটে বাচ্চা মেয়ে ।ওর প্রেমিক দেব অধিকারী কে খুশি করতে ওকে নেওয়া হয়েছে ।কারণ দেব পয়সা দিচ্ছে ,এতে ওর কি করার আছে । তা বলে যোগ্য অভিনেতা থাকতে যাকে বিনোদিনী বলে মানাচ্ছে না ,তাকে জোর করে প্রস্থেটিক মেক আপ দিয়ে বিনোদিনী বানাতে হবে ?" 

শ্রীলেখা আরো বলেন ,"আমায় নিতে হবেনা ,অনন্যা চট্টোপাধ্যায় কে তো নেওয়া যেত । ও ই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী ।ওকে নিলে যেটুকু সমালোচনা করেছি সেটাও করতাম না । আমার ভালো লাগেনি তাই সমালোচনা করেছি ,কটাক্ষ কিংবা নিন্দে করিনি ।" 


শ্রীলেখার ' রোগা বিনোদিনী ' বলা প্রসঙ্গে প্রযোজক অরিত্র দাস  ফেসবুক এ লেখেন ," যিনি ‘রোগা’ বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য। এর আগে যাঁরা পর্দায় ‘বিনোদিনী’ হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের টিভি ধারাবাহিক ‘তেরাহ পানহে’ তে হেমা মালিনী। এঁরা কি কেউ মোটা ছিলেন?’ সঙ্গে অরিত্রর সংযোজন ‘ভগৎ সিংকে কি অজয় দেবগনের মত দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে কঙ্গনার মতো? সুশান্ত সিংকে ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায়কে কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবীকে কি ভগিনী নিবেদিতার মত দেখতে? আর কত নাম নেব?’ব্যাক্তিগত ভাবে আপনার না ই ভালো লাগতে পারে ,তবে যারা কষ্ট করে সিনেমা টি বানাচ্ছেন তাদের আপনি অপমান করবেন ? সত্যিই ওনার সাধারণ জ্ঞানের ক্লাস নেওয়া উচিত ।" 

এ প্রসঙ্গে শ্রীলেখা লেখেন তিনি কাউকে অপমান করতে এমন কথা লেখেননি ।তবে সমালোচনা আর অপমান এক জিনিস নয় বলে তিনি বলেছেন ।

শ্রীলেখা বলেন ," সম্প্রতি ফেসবুক এতটাই বিষাক্ত হয়ে উঠেছে ,আমি এক বলি আর লোক সেটার আলাদা অর্থ বের করে ।আমি তো ওদের টীম কে শুভেচ্ছা ও জানিয়েছি সেটা কারোর চোখে পড়েনি ,শুধু সমালোচনা তাই সবাই দেখলো ।" ফেসবুক থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News