বর্তমানে বলিউড পাড়া র এক চর্চিত মুখ হয়ে দাড়িয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।না,নিজের অভিনয় জীবন এর জন্য নয় ,বরং ব্যাক্তিগত জীবনে প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি র সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই চলছে কাদা ছোড়াছুড়ি।দাম্পত্য জীবনের সেই তিক্ততা আর চার দেওয়ালে র মধ্যে বন্দি নেই ।লোকচক্ষুর সামনে এসেছে সব কিছুই ।সেই নিয়ে কম বিতর্কের মুখে পড়তে হয়নি অভিনেতা কে ।
তার ওপর আবার হয়েছে নতুন বিপদ ।সম্প্রতি এক বিজ্ঞাপন কে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা এমন কি তার নামে কোর্ট এ কেস ও করা হয়েছে ।আসলে কি ঘটেছে ??
সম্প্রতি স্প্রাইট ইন্ডিয়া এর একটি বিজ্ঞাপন এ দেখা গিয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি কে ।এই বিজ্ঞাপন টি হিন্দি ছাড়া ও অন্যান্য নানান আঞ্চলিক ভাষায় ডাবিং করা হয়েছে ও ওই সমস্ত আঞ্চলিক ভাষার মাধ্যমে বিজ্ঞাপন টি দেখানো হয়েছে।আর এই বিজ্ঞাপন এর বাংলা ভাষায় ডাবিং নিয়েই হয়েছে যত সমস্যা ।বিজ্ঞাপন টির বাংলা অনুবাদে বাঙালি জাতি কে অসম্মান করা হচ্ছে ,এমন টাই মনে করে আদালত এ মামলা করেছেন কলকাতা হাইকোর্ট এর আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় ।তিনি বলছেন এই বিজ্ঞাপন এর হিন্দি ডাবিং নিয়ে তার কোনো সমস্যা নেই ,তবে বিজ্ঞাপন এর বাংলা ডাবিং এ বাঙালি জাতির ভাবাবেগ এ আঘাত করা হয়েছে ।তাই তিনি আদালত এ অভিনেতা ও স্প্রাইট ইন্ডিয়া এর সি ই ও এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ।
আসলে বিজ্ঞাপন এর বাংলা ডাবিং এ নওয়াজউদ্দিন এর মুখে কিছু ডায়ালগ বসানো হয়েছে ।সেখানে দেখা যাচ্ছে ,অভিনেতা বলছেন ," সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে ।" আর এই সংলাপ নিয়ে ই অভিযোগ আইনজীবী এর ।সমগ্র বাঙালি জাতির প্রতি এটি চূড়ান্ত অপমানজনক কথা বলে তিনি মনে করছেন ।
এর আগেও বাঙালির ভাবাবেগ এ আঘাত করার জন্য অভিনেতা পরেশ রাওয়াল সমালোচনার শিকার হয়েছিলেন ।বাঙালির আবেগ ' মাছ ভাত ' নিয়ে এক আপত্তিজনক মন্তব্য করেছিলেন তিনি ।
স্প্রাইট ইন্ডিয়া অবশ্য এই ঘটনার পর এ নড়েচড়ে বসে ও টুইটার এ তারা টুইট করে ক্ষমা চেয়ে লেখেন ," সাম্প্রতিক স্প্রাইটের একটা বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করচি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি। আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে এবং কোক স্টুডিও বাংলা র মত প্ল্যাটফর্ম এর প্রতি গর্ব বোধ পোষণ করে ,যারা আমাদের বাংলার প্রতি সম্মান ও প্রতিপত্তি কে যথেষ্ট গুরুত্ব দেয় ।
আমাদের এবং আমাদের বটলিং পার্টনার সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর সম্মান ও ঐতিহ্য রক্ষার প্রতি দায়বদ্ধ ,তাদের নিত্য পরিষেবা ,নতুন বিনিয়োগ ,সি এস আর ও সমাজ চেতনার মাধ্যমে ।"
অবশ্য কোম্পানির ক্ষমা প্রার্থনা নিয়ে ও হয়েছে সমালোচনা ।গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে ভাষা অনুবাদ করে টুইট করা হয়েছে বলে মনে করেছেন অনেকে ।তাই অনেকেই নানান মন্তব্য করেছেন ।যেমন - " ছি,এত বাজে বাংলা ।" আবার কেউ বলেছেন ," এত বড় কোম্পানি । কোনো বাঙালি জনসংযোগ আধিকারিক কে মাইনে দিয়ে রাখতে পারে না ।।"