Flash news
    No Flash News Today..!!
Wednesday, December 4, 2024

শাড়ি, গা ভরা গয়নায় চমক 'পুষ্পা'-র, পুষ্পা ২-এর নতুন লুকে পারদ চড়ানো শুরু আল্লু অর্জুনের

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২১ সালে পুষ্পার দুর্দান্ত সাফল্য দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথ পরিবর্তন করে দেয়। আর এর পরেই, নির্মাতারা পর পর বহু প্রতীক্ষিত পুষ্পা ২-এর বিভিন্ন আপডেট দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির একটি বিশেষ ভিডিও শেয়ার করার পরে, প্রধান অভিনেতা আল্লু অর্জুন এবার নিজের একটি পোস্টার শেয়ার করেছেন।

পোস্টার দেখে তাঁকে চেনার উপায় নেই। এই পোস্টার সামনে আসার পরেই দর্শকরা মনে করছেন যে এই সিনেমা আগামিদিনে গেম চেঞ্জার হবে।

পুষ্পা ২ থেকে আল্লু অর্জুনের নতুন লুক

আল্লু অর্জুন পুষ্পা ২-এ তার সবচেয়ে ভালো অভিনয়গুলির একটি করবেন বলে অনুমান করা হচ্ছে। ফিল্মটির একটি বিশেষ ভিডিয়োর পরে, দক্ষিণি মেগাস্টারের নিজের শেয়ার করা পোস্টার তাঁকে দেখা গিয়েছে একদম অন্য রূপে। মুখের রঙে সম্পূর্ণ অচেনা করে তুলেছে তাঁর লুক। ছবিতে অভিনেতাকে দেখা গিয়েছে একটি শাড়ি পরে। সঙ্গে ছিল গয়না এবং একটি লেবুর মালা। ছবিতে তাঁর হাতে একটি বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে।

অভিনেতার পোস্ট করা পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। তাঁর পরনে রয়েছে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। তাঁর সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। তাঁর এই রূপ দেখে শিউরে উঠেছেন অনেকেই। আর আন্দাজ পেয়েছেন এই ছবি বড় কিছু হতে চলেছে।

পুষ্পা দ্য রুলের প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই এই ছবিকে নিয়ে দর্শকদের উন্মাদনা বেড়ে গিয়েছে। তবে অনেকেই আবার তাঁর এই রূপ দেখে ভাবছেন তাঁকে কি এখানে ঋষভ শেট্টির কান্তারার মতো রূপে দেখা যাবে। তেমনই কোনও গল্প উঠে আসবে কি এই ছবিতে? কারও কারও মতে এই ছবিতে আল্লু অর্জুন রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করবেন। কোনও ভক্ত আবার বলছেন না, তাঁকে এখানে দেবীর চরিত্রে দেখা যাবে। যদিও এর মধ্যে কোনটি ঠিক, নাকি লুকিয়ে আছে অন্য গল্প সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে।

'পুষ্পা'-র প্রথম ভাগ গোটা বিশ্বে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। অল্লু অর্জুনের নতুন এই ছবির কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টলিউড বা বলিউডের শিল্পীরা ।

৭ তারিখেই কথা মতো প্রকাশ্যে এলেন 'পুষ্পা'। আর আগামীকাল জন্মদিন অল্লু অর্জুনের। তাঁকে ঘিরে তো উন্মাদনা থাকবেই। তার আগে নতুন এই পোস্টার যেন ফের মনে করিয়ে দিল ফিরছে 'পুষ্পারাজ'। অনুরাগীদের অপেক্ষা বাড়ল নতুন ছবি মুক্তির, যার দিন এখনও অজানা ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News